SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

August 2018 (SET-2) | Current Affairs In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স PDF

আগস্ট ২০১৮ - কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
Q.11 ২০১৮ সালের BRICS ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের পুরস্কার পেল কোন সিনেমা?
উত্তর - B নিউটন
ব্যাখ্যা : নিউটন সিনেমার ডিরেক্টর হলেন আমিত মাসুরকর, প্রধান অভিনেতা হলেন রাজকুমার রাও। BRICS - ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকার মিলিত একটি জোট, যার সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাইয়ে।
Q.12 কোন রাজ্য ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপের জন্য দেশজুড়ে ৩৬০ ডিগ্রি পাবলিসিটি ক্যাম্পেন চালু করেছে?
উত্তর - D ওড়িশা
ব্যাখ্যা : পুরুষ হকি বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০১৮। ওড়িশার মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়ক, রাজ্যপাল হলেন গনেশী লাল। ওড়িশায় রয়েছে ভিতরকণিকা এবং সিমলিপাল ন্যাশনাল পার্ক।
Q.13 ইউনাইটেড নেশনের ই-গভর্মেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (২০১৮) ভারতের স্থান কত হয়েছে?
উত্তর - C ৯৬ তম
ব্যাখ্যা : প্রতি দুবছর অন্তর এই রিপোর্ট বের করা হয়। শীর্ষস্থান দখল করেছে ডেনমার্ক।
Q.14 কোন রাজ্য সরকার শিক্ষিত বেকার যুবকদের ভাতা প্রদানের জন্য "মুখ্যমন্ত্রী যুব নেসটাম" স্কিম চালু করল?
উত্তর - B অন্ধ্রপ্রদেশ।
ব্যাখ্যা : ২২ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত যুবক যারা কোন ডিপ্লোমা বা ডিগ্রি অর্জন করেছেন তার এই ভাতা পাওয়ার যোগ্য। প্রতিমাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী হলেন এন. চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল হলেন ই.এস.এল. নরসীমা।
Q.15 কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি মাস্টার-সেফ অস্ট্রেলিয়া ২০১৮ এর শিরোপা জিতলেন?
উত্তর - A শশী চেলিয়া।
ব্যাখ্যা : শশী চেলিয়া থাকেন অস্ট্রেলিয়ার এডিলেডে। এই রান্নার প্রতিযোগিতায় তিনি ১০০ এর মধ্যে ৯৩ স্কোর করেছেন। পুরস্কার মুল্য হিসাবে পেলেন ২.৫ লক্ষ ডলার।
Q.16 কে জিতলেন ২০১৮ ফর্মুলা ওয়ান হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট?
উত্তর - C লুইস হ্যামিলটন।
ব্যাখ্যা : রেসটি অনুষ্ঠিত হয় ২৯ জুলাই ২০১৮। লুইস এই নিয়ে মোট ছয়বার হাঙ্গেরিয়ান টুর্নামেন্ট জিতলেন। হাঙ্গেরির রাজধানি হল বুদাপেস্ট। লুইস হ্যামিলটনের পরিবারের ইতিহাসটা কিছুটা ভিন্ন বা মিশ্র। তাঁর বাবা একজন কৃষ্ণাঙ্গ এবং মা শ্বেতাঙ্গ। এ কারণে তাঁকে প্রথম কৃষ্ণাঙ্গ ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
Q.17 কোন ভারতীয় গল্‌ফ খেলোয়াড় ফিজি ইন্টারন্যাশনাল গল্‌ফ টাইটেল ২০১৮ জিতলেন?
উত্তর - B গগনজিৎ ভুল্লার।
ব্যাখ্যা : গগনজিৎ ভুল্লার থাকেন পাঞ্জাবের কাপুরথালায়। ২০১৩ সালে তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। ফিজির রাজধানী হল সুবা।
Q.18 "স্বচ্ছমেব জয়তে" ক্যাম্পেন কোন রাজ্যে চালু করা হয়েছে?
উত্তর - C কর্ণাটক।
ব্যাখ্যা : কর্ণাটকের রাজধানী হল ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী হলেন এইচ.ডি. কুমারস্বামী এবং রাজ্যপাল হলেন ভজুভাই বালা।
Q.19 "হর্ন নট ওকে" সচেতনতা অভিযান কোন রাজ্যে চালু করা হয়েছে?
উত্তর - A হিমাচল প্রদেশ।
ব্যাখ্যা : এই অভিযানের মূল লক্ষ্য হল অকারণে হর্ন বাজিয়ে শব্দ দূষণ বন্ধ করা। হিমাচল প্রদেশের রাজধানী হল সিমলা, মুখ্যমন্ত্রী হলেন জয়রাম ঠাকুর এবং রাজ্যপাল হলেন আচার্য দেব ব্রত।
Q.20 মুঘলসরাই জংশন রেলস্টেশনের নতুন নাম কী রাখা হয়েছে?
উত্তর - C দীন দয়াল উপাধ্যায় জংশন।
ব্যাখ্যা : পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় ছিলেন ভারতীয় জনতা সংঘ রাজনৈতিক দলের সহ-প্রতিষ্ঠাতা যে দলটিই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়। মুঘলসরাই অবস্থিত উত্তরপ্রদেশে।
প্রশ্নগুলি শেয়ার করুন
আরও অন্যান্য বিষয়
WBCS LIST
FB COMMENTS