SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

Indian History GK In Bengali (Section-1 | Page-4) - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়

ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়
Section-1Page-4
Indian History GK In Bengali
Q.16 বিজয়নগরের কোন রাজা তুর্কি গোত্রের দক্ষ তীরন্দাজদের নিযুক্ত করেন এবং তীরন্দাজের যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে তোলেন?
উত্তর - B প্রথম দেবরায়
ব্যাখ্যা : ১৩৩৬ খ্রিস্টাব্দে (প্রথম) হরিহর ও তাঁর ভ্রাতা (প্রথম) বুক্কা রায় বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
Q.17 ভারতের প্রেসিডেন্সি শহরগুলির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর - A ১৮৫৭
ব্যাখ্যা : উপলব্ধ নেই। কমেন্টে তথ্য জানাতে পারেন।
Q.18 উপনিষদ কী?
উত্তর - D হিন্দু দর্শনের একটি উৎস
ব্যাখ্যা : উপনিষদ হিন্দুধর্মের এক বিশেষ ধরনের ধর্মগ্রন্থের সমষ্টি । এই বইগুলিতে হিন্দুধর্মের তাত্ত্বিক ভিত্তিটি আলোচিত হয়েছে । উপনিষদের অপর নাম বেদান্ত । গবেষকেরা উপনিষদের দর্শনের সঙ্গে প্লেটো ও কান্টের দর্শনের মিল খুঁজে পান।
Q.19 আমরা আদি বৈদিক যুগ সম্পর্কে কোথা থেকে জানতে পারি?
উত্তর - C ঋগ্বেদ
ব্যাখ্যা : ঋগ্বেদ হল একটি প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত স্তোত্র সংকলন। এটি চারটি বেদের একটি। বাকী তিনটি বেদ হল সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ খ্রিস্টপূর্ব ১৫০০-১২০০ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে রচিত হয়েছিল। যদিও অনেকে মনে করেন, এই গ্রন্থের রচনাকাল খ্রিস্টপূর্ব ১৭০০-১১০০ অব্দ।
Q.20 যদিও অশোকের অনেক পুত্র ছিল, তবুও শিলালিপিতে কেবলমাত্র এক জনকে উল্লেখ করা হয়েছে এবং সে অন্য কোন জায়গায় উল্লিখিত হননি । তিনি কে?
উত্তর - C তিভালা
ব্যাখ্যা : তিভালা মৌর্য, তিভারা নামেও পরিচিত, ছিলেন সম্রাট অশোক এবং তাঁর দ্বিতীয় রানী কারুবকির পুত্র।
WBCS LIST
FB COMMENTS