Indian History GK In Bengali (Section-1 | Page-6) - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়
ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়
Q.26 উস্তাদ মনসুর কার শাসনকালের একজন বিখ্যাত চিত্রকার?
উত্তর - D জাহাঙ্গীর
ব্যাখ্যা : উস্তাদ মনসুর (১৫৯০-১৬২৪) ছিলেন সপ্তদশ শতকের মুঘল চিত্রশিল্পী। তিনি জাহাঙ্গীরের রাজত্বকালে উদ্ভিদ ও পশুদের চিত্রিত করতেন।
Q.27 সাপ্তাহিক সংবাদপত্র "The Commonweal" (কমনউইল) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর - A অ্যানি বেসান্ত
ব্যাখ্যা : অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তিনি ছিলেন সমাজবিজ্ঞানী, ধর্মতাত্ত্বিক, সমাজ সংস্কারক ও ভারতের স্বাধিকার আন্দোলনের সমর্থক। লোকমান্য তিলকের সঙ্গে একত্রিত ভাবে বেসান্ত অল ইন্ডিয়া হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন।
Q.28 জনগণের শিক্ষাগত চাহিদা পূরণের জন্য মাদ্রাসা-ই নাসিরী কার আমলে নির্মিত হয়েছিল?
উত্তর - B ইলতুতমিশ
ব্যাখ্যা : শামসুদ্দিন ইলতুতমিশ দিল্লির মামলুক সালতানাতের একজন সুলতান ছিলেন। তিনি ১১৮০ সালে জন্মগ্রহণ করেন। তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি কুতুবমিনারের নির্মাণ সম্পূর্ণ করেন।
Q.29 রামচরিতমানসের লেখক তুলসিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন?
উত্তর - A আকবর
ব্যাখ্যা : তুলসীদাস ছিলেন একজন হিন্দু সন্তকবি, ধর্মসংস্কারক ও দার্শনিক। তিনি রামচরিতমানস মহাকাব্যের জন্য সর্বাধিক পরিচিত।
Q.30 নথির লেখাটি মাহাজার নামে পরিচিত, যার মাধ্যমে আকবর ধর্মের বিষয়ে সর্বোচ্চ সালিশির ভূমিকা পালন করেন?
উত্তর - C আবুল ফজলের আকবরনামা
ব্যাখ্যা : আবুল ফজল আকবরকে মতবাদ ও দার্শনিক অনুসন্ধানে বিতর্কের জন্য উৎসাহিত করেন। ১৫৭৯ সালে মাহাজার নামা ঘোষণা করা হয়, যার দ্বারা সম্রাট ঘোষণা করেন যে, যদি বিতর্ককারীদের মতামতের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়, তবে মতামত বাছাই করবেন সম্রাট নিজে।