SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

Indian History GK In Bengali (Section-1 | Page-8) - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়

ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলায়
Indian History GK In bengali
Q.36 মুঘল শাসনকালে খালিসা শব্দ কী ইঙ্গিত করত?
উত্তর - B সম্রাটের নিজের মালিকানাধীন জমি
ব্যাখ্যা : রাজস্ব বিভাগ দ্বারা সরাসরি পরিচালিত হত যে জমি তাকেই বলা হত খালিসা। সাধারনত সবচেয়ে উর্বর এবং সহজে পরিচালিত জমি খালিসার ভিতরে আনা হয়।
Q.37 যবনিকা শব্দের অর্থ কী?
উত্তর - C পর্দা
ব্যাখ্যা : যবনিকা শব্দের অর্থ পর্দা।
Q.38 টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?
উত্তর - C মাইসোর (মহীশুর)
ব্যাখ্যা : টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর (বর্তমান- মাইসোর) রাজ্যের শাসনকর্তা। তাঁর পিতা ছিলেন হায়দার আলী।
Q.39 মহাত্মা গান্ধী ব্রিটিশদের দেওয়া কোন উপাধি অসহযোগ আন্দোলনের সময় পরিত্যাগ করেন?
উত্তর - B কাইজার-ই-হিন্দ
ব্যাখ্যা : দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সার্ভিসে অবদানের জন্য ব্রিটিশদের কাছে তিনি কাইজার-ই-হিন্দ উপাধি পেয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি বর্জন করেন।
Q.40 হরপ্পা এবং মহেঞ্জোদাড়োতে একটি ধারালো শ্রেণী বিভাগ ছিল। কী দেখে তা বোঝা যায়?
উত্তর - D খননকৃত বিভিন্ন ধরনের আবাস
ব্যাখ্যা : সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা।
প্রশ্নগুলি শেয়ার করুন
AMAZON
WBCS LIST
FB COMMENTS