SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

Railway Group D Exam 17 September (Shift-1) Question Paper (Bengali Version)

Railway Group D Exam Paper
Railway Group D 17 September Paper
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.1 ২০১৭ সালে সাহিত্যে নোবেল কে পেয়েছেন?
উত্তর - কাজুও ইশিগুরো
নোবেল পুরষ্কার সম্পর্কিত এই ভিডিওটি অবশ্যই দেখে নিন - এখানে ক্লিক করুন
Q.2 ২০১৮ সালের বেস্ট ফিল্ম হিসাবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা?
উত্তর - ভিলেজ রকস্টারস
সমস্ত পুরস্কারগুলি অবশ্যই চোখ বুলিয়ে নিন - এখানে ক্লিক করুন
Q.3 ভারতে মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম কারা চালু করেছে?
উত্তর - নীতি আয়োগ
নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সি ই ও হলেন অমিতাভ কান্ত।
Q.4 জাপানের প্রধানমন্ত্রী কে?
উত্তর - শিনযো আবে
ভারতের সমস্ত প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জেনে রাখতে হবে। এখানে ওই লিস্ট আপডেট করে দেওয়া হবে।
Q.5 ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উত্তর - আমেদাবাদ
কিছু জায়গার একটা করে ডাকনাম থাকে সেগুলো একবার দেখে নিতে হবে। এখানে কিছু আপডেট অবশ্যই করব।
Q.6 সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ কোনটি?
উত্তর - বৃহস্পতি
সৌরমণ্ডল সম্পর্কে আরও জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন - এখানে ক্লিক করুন
Q.7 সাগরমালা প্রোজেক্ট কী জন্য চালু করা হয়েছে?
উত্তর - বিভিন্ন বন্দরগুলিকে উন্নত করার জন্য।
সম্প্রতি ভারতে চালু হওয়া প্রোজেক্টগুলি সম্পর্কে জেনে নিতে হবে।
Q.8 হিমায়েত প্রোগ্রাম কোন রাজ্যে চালু করা হয়েছে?
উত্তর - জম্মু ও কাশ্মীর।
আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন প্রশ্নগুলি নীচে কমেন্টে শেয়ার করতে পারেন।
Q.9 ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম কী?
উত্তর - নিকোলাস মাদুরো।
ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহরের নাম কারাকাস। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলি অবশ্যই দেখুন - এখানে ক্লিক করুন
Q.10 নেদারল্যান্ডসের রাজধানীর নাম কী?
উত্তর - অ্যামস্টারডাম।
বেশীরভাগ দেশের রাজধানী কিন্তু জেনে রাখতেই হবে। পরীক্ষার আগে দেখে নেবেন।
Q.11 ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তর - বিপ্লব কুমার দেব।
পরের শিফটে যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করা হতে পারে, অবশ্যই দেখে রাখবেন। সব মুখ্যমন্ত্রীর লিস্ট
Q.12 ফোর্বস লিস্ট অনুযায়ী ভারতের সবথেকে ধনী ব্যাক্তি কে?
উত্তর - মুকেশ আম্বানি।
এই লিস্ট অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ব্যাক্তি হলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
Q.13 ২০১৮ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ কে পেয়েছেন?
উত্তর - ওলগা তোকারচুক।
২০১৮ সালে তিনি তার রচিত বিগুনি (ফ্লাইটস নামে ইংরেজি ভাষায় অনূদিত) উপন্যাসের জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন।
Q.14 লিভিং ইনডেক্স ২০১৮ অনুযায়ী ভারতের কোন শহর বসবাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক?
উত্তর - পুনে।
বিশ্বের মধ্যে বসবাসের জন্য সবথেকে সবথেকে আরামদায়ক শহর বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
Q.15 ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারনে হয়েছিল?
উত্তর - মিথাইল আইসোসায়ানেট।
১৯৮৪ সালে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড-এর (বর্তমানে এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত) একটি কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত ৪০ টন মিথাইল আইসোসায়ানেট (MIC) পরিবেশে ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ঘটে।
Q.16 অ্যাপেল কোম্পানির বর্তমান সি ই ও কে?
উত্তর - টিম কুক।
প্রত্যেকটি বড় কোম্পানির সি ই ও আপনাকে জেনে রাখতেই হবে। এখানে ক্লিক করুন
Q.17 ভারতের ১০০ তম স্মার্ট সিটি হিসাবে কোন শহরকে নির্বাচিত করা হয়েছে?
উত্তর - শিলং।
শিলং হল মেঘালয়ের রাজধানী। বিগত ৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ভালোভাবে দেখে যেতে হবেই।
Q.18 বিহারের রাজ্যপালের নাম কী?
উত্তর - লালজি টন্ডন।
যে রাজ্যগুলিতে সম্প্রতি নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে সেগুলি হল, সিকিম - গঙ্গাপ্রসাদ চৌরাসিয়া, মেঘালয় - তথাগত রায়, জম্মু ও কাশ্মীর - সত্যপাল মালিক, উত্তরাখণ্ড - বেবি রানী মৌর্য, হরিয়ানা - সত্যদেব নারায়ণ আর্য, ত্রিপুরা - কাপতান সিং সোলাঙ্কি।
Q.19 ভারতের কেন্দ্রিয় ক্রীড়া মন্ত্রী কে?
উত্তর - রাজ্যবর্ধন সিং রাঠোর।
কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে মন্ত্রীদের নাম বার বার বলা হয়, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। এখানে ক্লিক করুন
Q.20 UEFA প্লেয়ার অফ দ্য ইয়ার ২০১৮ কে হয়েছেন?
উত্তর - লুকা মদ্রিচ।
লুকা মদ্রিচ ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক এবং স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। ফিফা বিশ্বকাপ সম্পর্কেও প্রশ্ন অবশ্যই আসবে, এই ভিডিওটি দেখে নিন - এখানে ক্লিক করুন।
Q.21 International Lefthanders Day কত তারিখে পালন করা হয়?
উত্তর - ১৩ আগস্ট।
জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলি সম্পর্কেও অবশ্যই জেনে রাখতে হবে।
Q.22 হিউম্যান রাইটস ডে কত তারিখে পালন করা হয়?
উত্তর - ১০ ডিসেম্বর।
জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলি সম্পর্কেও অবশ্যই জেনে রাখতে হবে।
Q.23 ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারনে হয়েছিল?
উত্তর - মিথাইল আইসোসায়ানেট।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.24 পদ্মাবত সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্রে কে অভিনয় করেছেন?
উত্তর - রণবীর সিং।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.25 OSCAR পুরষ্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
উত্তর - আমেরিকা।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.26 ভারতে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়?
উত্তর - ২৫ জানুয়ারি।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.27 ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে কবে পালিত হয়?
উত্তর - ২ ডিসেম্বর।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.28 আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে কবে পালিত হয়?
উত্তর - ১লা মে।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.29 বিশ্ব জল দিবস কবে পালিত হয়?
উত্তর - ২২ মার্চ।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.30 ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালিত হয়?
উত্তর - ৫ অক্টোবর।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.31 জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা হিসাবে হাইকোর্টের জর্জ কে হয়েছেন?
উত্তর - গীতা মিত্তল।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.32 ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব কে জিতেছেন?
উত্তর - মানুষী ছিল্লার।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.33 ইকোনমিক্সের জনক কাকে বলা হয়?
উত্তর - অ্যাডাম স্মিথ।
সব বিষয়ের জনকের নাম সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.34 মহিলা ফিফা বিশ্বকাপ ২০১৯ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর - ফ্রান্স।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন। আমাদের ফিফা ২০১৮ স্পেশাল ভিডিওটি অবশ্যই দেখুন - এখানে ক্লিক করুন
Q.35 ফ্লিপকার্টকে কিনে নিয়েছে কোন কোম্পানি?
উত্তর - ওয়ালমার্ট।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.36 অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
উত্তর - ক্যানবেরা।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.37 রোবট দ্বারা ট্রাফিক কন্ট্রোল ভারতের কোন শহরে চালু করা হয়েছে?
উত্তর - ইন্দোর।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.38 টেলিভিশন কে আবিষ্কার করেন?
উত্তর - জন লেগি বেয়ার্ড।
আবিষ্কার জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.39 SAFF এর ফুল ফর্ম কী?
উত্তর - South Asian Football Federation।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.40 আমেরিকান টুরিস্টার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন?
উত্তর - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বিরাট কোহলি।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.41 মানব শরীরের সব থেকে বড় অঙ্গ কী?
উত্তর - ত্বক।
বৃহত্তম অন্ত:স্থ অঙ্গ হল লিভার। এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.42 ট্রান্সফরমারের কাজ কী?
উত্তর - ভোল্টেজ আপ ডাউন করা।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.43 মস্তিষ্ক কী ধরনের কোষ দ্বারা গঠিত?
উত্তর - নিউরন।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.44 কার্বন মনোক্সাইডের রাসায়নিক সংকেত কী?
উত্তর - CO।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.45 নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত?
উত্তর - ৭।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
Q.46 রক্তের PH মান কত?
উত্তর - ৭.৪।
এই জাতীয় আরও তথ্য সাজেশন সেকশনে দেওয়া হবে। অনুগ্রহ করে আবার ভিজিট করবেন।
প্রশ্নগুলি শেয়ার করুন
WBCS LIST
FB COMMENTS