ভারতের বিভিন্ন শহরের ডাকনাম
শহর | ডাকনাম | রাজ্য |
---|---|---|
1. আগ্রা | তাজ নগরী | উত্তরপ্রদেশ |
2. আমেদাবাদ | ভারতের ম্যানচেস্টার, ভারতের বস্টন | গুজরাট |
3. এলাহাবাদ | ঈশ্বরের বাসস্থান, সঙ্গম শহর | উত্তরপ্রদেশ |
4. অমৃতসর | গোল্ডেন সিটি (স্বর্ণ মন্দির) | পাঞ্জাব |
5. আসানসোল | ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড | পশ্চিমবঙ্গ |
6. বেঙ্গালুরু | সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, আই টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া | কর্ণাটক |
7. ভাগলপুর | সিল্ক সিটি অফ ইন্ডিয়া | বিহার |
8. ভূপাল | সিটি অফ লেকস (হ্রদ) | মধ্যপ্রদেশ |
9. ইন্দোর | মিনি মুম্বাই | মহারাষ্ট্র |
10. ভুবনেশ্বর | টেম্পল (মন্দির) সিটি অফ ইন্ডিয়া | উড়িষ্যা |
11. চণ্ডীগড় | দ্য সিটি বিউটিফুল | চণ্ডীগড় |
12. চেন্নাই | ডেট্রয়েট অফ এশিয়া, হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া | তামিলনাড়ু |
13. কোয়েম্বাটুর | ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া | তামিলনাড়ু |
14. কোডাগু (কুর্গ) | কর্ণাটকের কাশ্মীর, স্কটল্যান্ড অফ ইন্ডিয়া | কর্ণাটক |
15. দার্জিলিং | কুইন অফ দ্য হিলস | পশ্চিমবঙ্গ |
16. ধানবাদ | দ্য কোল (কয়লা) ক্যাপিটাল অফ ইন্ডিয়া | ঝাড়খণ্ড |
17. শিলং | স্কটল্যান্ড অফ দ্য ইস্ট (পূর্ব ভারত) | মেঘালয় |
18. ডিব্রুগড় | টি (চা) সিটি অফ ইন্ডিয়া | আসাম |
19. দুর্গাপুর | ভারতের রুঢ় | পশ্চিমবঙ্গ |
20. গান্ধীনগর | গ্রিন সিটি | গুজরাট |
21. গুয়াহাটি | গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া | আসাম |
22. হায়দ্রাবাদ | সিটি অফ নিজাম | অন্ধ্রপ্রদেশ |
23. জয়পুর | পিংক সিটি, প্যারিস অফ ইন্ডিয়া | রাজস্থান |
24. জয়সলমের | দ্য গোল্ডেন সিটি | রাজস্থান |
25. জামশেদপুর | স্টিল সিটি অফ ইন্ডিয়া, পিটসবার্গ অফ ইন্ডিয়া | ঝাড়খণ্ড |
26. কাশ্মীর | সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, পৃথিবীর ভূস্বর্গ | জম্মু ও কাশ্মীর |
27. কোচি | আরব সাগরের রানী | কেরালা |
28. কোলকাতা | সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস | পশ্চিমবঙ্গ |
29. কোল্লাম | আরব সাগরের রাজা | কেরালা |
30. লখনউ | পূর্বের কনস্টান্টিনোপল, নবাবের শহর | উত্তর প্রদেশ |
31. মাদুরাই | পূর্বের এথেন্স, মন্দির নগরী | তামিলনাড়ু |
32. ম্যাঙ্গালোর | পূর্বের রোম | কর্ণাটক |
33. মুম্বাই | গেটওয়ে অফ ইন্ডিয়া, সাত দ্বীপের দেশ, ভারতের অর্থনৈতিক রাজধানী | মহারাষ্ট্র |
34. মুসৌরি | পাহাড়ের রানী | উত্তরাখণ্ড |