SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

ভারতের বিভিন্ন শহর ও রাজ্যের ডাকনাম - Nicknames Of Indian Cities And States In Bengali

ভারতের বিভিন্ন শহরের ডাকনাম
Nicknames Of Indian Cities And States
শহর ডাকনাম রাজ্য
1. আগ্রা তাজ নগরী উত্তরপ্রদেশ
2. আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, ভারতের বস্টন গুজরাট
3. এলাহাবাদ ঈশ্বরের বাসস্থান, সঙ্গম শহর উত্তরপ্রদেশ
4. অমৃতসর গোল্ডেন সিটি (স্বর্ণ মন্দির) পাঞ্জাব
5. আসানসোল ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড পশ্চিমবঙ্গ
6. বেঙ্গালুরু সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, আই টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া কর্ণাটক
7. ভাগলপুর সিল্ক সিটি অফ ইন্ডিয়া বিহার
8. ভূপাল সিটি অফ লেকস (হ্রদ) মধ্যপ্রদেশ
9. ইন্দোর মিনি মুম্বাই মহারাষ্ট্র
10. ভুবনেশ্বর টেম্পল (মন্দির) সিটি অফ ইন্ডিয়া উড়িষ্যা
11. চণ্ডীগড় দ্য সিটি বিউটিফুল চণ্ডীগড়
12. চেন্নাই ডেট্রয়েট অফ এশিয়া, হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু
13. কোয়েম্বাটুর ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু
14. কোডাগু (কুর্গ) কর্ণাটকের কাশ্মীর, স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কর্ণাটক
15. দার্জিলিং কুইন অফ দ্য হিলস পশ্চিমবঙ্গ
16. ধানবাদ দ্য কোল (কয়লা) ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঝাড়খণ্ড
17. শিলং স্কটল্যান্ড অফ দ্য ইস্ট (পূর্ব ভারত) মেঘালয়
18. ডিব্রুগড় টি (চা) সিটি অফ ইন্ডিয়া আসাম
19. দুর্গাপুর ভারতের রুঢ় পশ্চিমবঙ্গ
20. গান্ধীনগর গ্রিন সিটি গুজরাট
21. গুয়াহাটি গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া আসাম
22. হায়দ্রাবাদ সিটি অফ নিজাম অন্ধ্রপ্রদেশ
23. জয়পুর পিংক সিটি, প্যারিস অফ ইন্ডিয়া রাজস্থান
24. জয়সলমের দ্য গোল্ডেন সিটি রাজস্থান
25. জামশেদপুর স্টিল সিটি অফ ইন্ডিয়া, পিটসবার্গ অফ ইন্ডিয়া ঝাড়খণ্ড
26. কাশ্মীর সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, পৃথিবীর ভূস্বর্গ জম্মু ও কাশ্মীর
27. কোচি আরব সাগরের রানী কেরালা
28. কোলকাতা সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস পশ্চিমবঙ্গ
29. কোল্লাম আরব সাগরের রাজা কেরালা
30. লখনউ পূর্বের কনস্টান্টিনোপল, নবাবের শহর উত্তর প্রদেশ
31. মাদুরাই পূর্বের এথেন্স, মন্দির নগরী তামিলনাড়ু
32. ম্যাঙ্গালোর পূর্বের রোম কর্ণাটক
33. মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া, সাত দ্বীপের দেশ, ভারতের অর্থনৈতিক রাজধানী মহারাষ্ট্র
34. মুসৌরি পাহাড়ের রানী উত্তরাখণ্ড
সবার সাথে শেয়ার করুন
WBCS LIST
FB COMMENTS