সঠিক উত্তর - Option D ১৯৪৬
ব্যাখ্যা : ১৯৪৬ সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ মন্ত্রীসভার তিনজন প্রতিনিধিকে ভারতে পাঠান। ওই দলে ছিলেন স্যার পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ.ভি. আলেকজান্ডার। এটি ক্যাবিনেট বা মন্ত্রী মিশন নামে পরিচিত। ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য ছিল কিভাবে ভারতীয় নেতাদের হাতে স্বাধীনতা হস্তান্তর করা হবে সে বিষয়ে আলোচনা এবং ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন।