SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

WBCS 2018 Preliminary Question Paper Solved PDF Download In Bengali (Page-2)

WBCS Preliminary Exam 2018
Full Question Paper In Bengali
wbcs 2018 question paper pdf download
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.51 গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % ।
Q.52 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?
Q.53 পাবলিক অ্যাডমিনিষ্ট্রেশন -এর জন্য ব্যয় কোন বিভাগ পড়ে?
Q.54 সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান
Q.55 গ্লাসগো -তে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে কে জয়লাভ করেন?
Q.56 কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন?
Q.57 অপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন
Q.58 শব্দের বেগ সব চেয়ে বেশি
Q.59 ২০১৭ সালের ২৬শে অক্টোবর কোন শহর আন্তর্জাতিক পাপেট উৎসবের সূচনা করেছিল?
Q.60 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?
Q.61 1857-র বিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন
Q.62 লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন।
Q.63 ২০১৭ সালের 'গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম' কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে?
Q.64 ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?
Q.65 “I do what I do” বইটির লেখক কে?
Q.66 বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
Q.67 ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন
Q.68 বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল?
Q.69 সম্প্রতি কোন ব্যাঙ্ক বেঙ্গালুরুতে ‘CANDI’ নামক প্রথম ডিজিটাল ব্রাঞ্চ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করল?
Q.70 পেশি ক্লান্তির জন্য দায়ী
Q.71 জাতিপুঞ্জের খাদ্য ও কৃষিসংস্থা প্রতি বছর ৫ই ডিসেম্বর-কে কী বিশেষ দিন হিসাবে পালন করে?
Q.72 নিম্নলিখিতদের মধ্যে কে 'নিউ ল্যাম্পস ফর ওল্ড' এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন?
Q.73 স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন
Q.74 নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে
Q.75 16 তম গ্লোবাল রিটেল ইনডেক্স (2017 সালে প্রকাশিত) অনুযায়ী ভারতের স্থান?
Q.76 বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন?
Q.77 A, B -এর বাবা, C, A-এর ভাই, F, B-এর বোন্ । যদি M, A-এর বাবা হন, তাহলে F এবং C-এর সম্পর্ক নির্ণয় করো ।
Q.78 ২০১৭ সালের ১লা অক্টোবর কোন দেশ প্রথম সমকামী বিবাহ উদযাপন করে?
Q.79 লাল + সবুজ + নীল = ?
Q.80 মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল
Q.81 ভারতীয় সংবিধান গৃহিত হয়
Q.82 A, B, C, D, E ও F ছটি বই আছে । B, C এবং E বই নীল মলাটের এবং বাকি বইগুলি লাল মলাটের । D এবং F নতুন বই এবং বাকি সব পুরোনো বই । A, C এবং D বইগুলি আইন রিপোর্ট বিষয়ক এবং বাকি বইগুলি পদার্থ বিষয়ের । কোন বইটি লাল মলাটের নতুন আইন রিপোর্ট বিষয়ক?
Q.83 কোন বিষয় নিয়ে ২০১৭ সালের আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace) পালিত হয়?
Q.84 মানুষের দুধ-দাঁতের সংখ্যা
Q.85 কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?
Q.86 নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি ?
Q.87 যদি '+' চিহ্ন ভাগ নির্দেশ করে, 'x' চিহ্ন যোগ বোঝায়, ' - ' চিহ্ন গুণ বোঝায়, '÷' চিহ্ন বিয়োগ বোঝায়, তাহলে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক?
Q.88 কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন ?
Q.89 নীচের চিত্র রেখাঙ্কিত অংশের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত
    
Q.90 পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোন রাজ্যে ভারতীয় ইতিহাস কংগ্রেসের ৭৭তম অধিবেশনের সূচনা করেন?
Q.91 ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত
Q.92 ভারতীয় সংবিধানে কোন Article -এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে?
Q.93 নিম্নে অঙ্কিত তিনটি বৃত্তের মধ্যে কোন ইংরেজি অক্ষরটি কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিক, কিন্তু রাজনীতিবিদ নয়, নির্দেশ করছে?
    
Q.94 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে?
Q.95 দীপা কর্মকার, সাক্ষী মালিক ও পি.ভি. সিন্ধুকে নিয়ে ভারতীয় ডাক বিভাগ যে বিশেষ প্রচ্ছদ তৈরি করেছে তার নাম কী?
Q.96 কোন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে?
Q.97 কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি'র সভাপতি কে ছিলেন?
Q.98 Ombudsman প্রতিষ্ঠান-এর সূত্রপাত হয়
Q.99 নীচের কোনটি তিমির প্রধান শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে?
Q.100 পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত
প্রশ্নগুলি শেয়ার করুন

Read More
WBCS LIST
FB COMMENTS