SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

WBCS 2018 Preliminary Question Paper Solved PDF Download In Bengali (Page-4)

WBCS Preliminary Exam 2018
Full Question Paper In Bengali
wbcs 2018 question paper pdf download
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.151 A, B, C, D, E, F, G ও H এই 8 জন একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। D বসেছে F-এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এবং H-এর ডানদিকের তৃতীয় স্থানে। A বসেছে F-এর ডানদিকের দ্বিতীয় স্থানে, তার পাশে বসেছে H, C বসেছে B-এর ডানদিকের দ্বিতীয় স্থানে এবং F রয়েছে B-এর ডানদিকের তৃতীয় স্থানে। F-এর পাশে G বসেনি। ওপরের তথ্য অনুসারে A-এর ঠিক বাঁদিকে কে বসেছে?
Q.152 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল
Q.153 প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল
Q.154 2000 সালে নেতাজির জন্মদিন বুধবার হলে, ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার পড়েছিল?
Q.155 আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
Q.156 'বৃহৎসংহিতা' গ্রন্থের রচয়িতা কে?
Q.157 কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়?
Q.158 সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী, forcing a person to undergo polygraph, brain mapping and narco analysis tests, as violative of
Q.159 গদর দলের নেতা কে ছিলেন?
Q.160 ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে
Q.161 নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ঘোষণা করেছে যে সেই দেশ সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে?
Q.162 কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত?
Q.163 তনুশ্রী একজন নৃত্যশিল্পী। নৃত্যশিল্পীগন সকলেই যুবতী।
সিদ্ধান্ত :
(a) সকল যুবতীই নৃত্যশিল্পী।
(b) সকল নৃত্যশিল্পীই যুবতী।
(c) তনুশ্রী যুবতী নন এবং সেইহেতু নৃত্যশিল্পী নন।
(d) তনুশ্রী একজন যুবতী নৃত্যশিল্পী।
Q.164 সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে?
Q.165 নিম্নোক্ত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চের সন্ত করা হয়?
Q.166 বিশাখাপত্তনম বন্দরের 'ডলফিন নোজ' কীজন্য গুরুত্বপূর্ণ?
Q.167 কে 'গঙ্গাইকোণ্ডচোল' উপাধি ধারণ করেন?
Q.168 সূর্যাস্তের পূর্বে একদিন সায়াহ্নে দুই বন্ধু অজয় এবং অমল মুখোমুখি হয়ে পরস্পরের সঙ্গে কথা বলেছিল । যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডানদিকে পড়ে, তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল?
Q.169 'আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান—রাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আইডেন্টিটি'— গ্রন্থটির লেখক কে?
Q.170 Financial inclusion রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে বোঝায়
Q.171 ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
Q.172 কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Q.173 ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কে?
Q.174 কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন?
Q.175 ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?
Q.176 একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে ভরতি হয় । দুটি নলই একসাথে খুলে দেওয়া হল, প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভরতি হয়?
Q.177 নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দ্বিতীয় সভায় কীসের উপর গুরুত্ব দেওয়া হয়?
Q.178 কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন?
Q.179 ২০১৭ সালের ১৬ই নভেম্বর থেকে ২০ নভেম্বর কী নামে 'শিশু অধিকার দিবস' পালিত হয়?
Q.180 ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ___ প্রয়োগের মাধ্যমে।
Q.181 'গোলামগিরি' গ্রন্থটি কে লেখেন?
Q.182 যদি, Squint : Eye, তাহলে Squeeze : ?
Q.183 কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় -এ অন্তর্ভুক্ত নহে
Q.184 ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন?
Q.185 নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :
Q.186 নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন?
Q.187 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
Q.188 ২০১৬ সালে দেশের মধ্যে বিদেশি ও অন্তর্দেশীয় ট্যুরিস্ট স্থানগুলির মধ্যে কোন রাজ্য সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে?
Q.189 P, Q অপেক্ষা 60% বেশি এবং R অপেক্ষা 30% বেশি। Q এবং R অনুপাত —
Q.190 বর্তমানে কেন্দ্রীয় সরকার সারা ভারতে JNNURM প্রকল্প দ্বারা
Q.191 হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়?
Q.192 নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন?
Q.193 একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে । তার প্রকৃত লাভের শতকরা হার
Q.194 ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন
Q.195 পশ্চিমবঙ্গের 'Dry Port’ -এর অবস্থান হল
Q.196 নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংকৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্যে আইন তৈরি করেছে?
Q.197 কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন?
Q.198 একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2 : 3 এবং অন্য একটি মিশ্রণে ঐ দুই তরলের অনুপাত 5 : 4 । এই দুই মিশ্রণ কী অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে উহাদের অনুপাত সমান হবে?
Q.199 একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে 4:25 মিনিট। ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে সময় দেখাবে
Q.200 বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সূচনায় অনুমোদন দান করে কোন রাজ্য সরকার, বেসরকারি মালিকদের সরকারি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পথ খুলে দিয়েছে?
প্রশ্নগুলি শেয়ার করুন
Read More
WBCS LIST
FB COMMENTS