প্রথমটি হল - www.pscwbonline.in (বর্তমানে বন্ধ) দ্বিতীয়টি হল - www.pscwbapplication.in (বর্তমানে বন্ধ) তৃতীয়টি হল - www.wbpsc.gov.in (বর্তমানে বন্ধ) চতুর্থটি হল - wbpsc.ucanapply.com (নতুন অ্যাপ্লিকেশন এখানে হবে) পঞ্চমটি হল - psc.wb.gov.in (নতুন তথ্য এখানে পাবেন) প্রত্যেকটি ওয়েবসাইটের এনরোলমেন্ট নম্বর আলাদা এবং রেজিস্ট্রেশন পদ্ধতিও আলাদা। বর্তমানে নতুন কোন পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হলে আপনাকে আগের এনরোলমেন্ট নম্বর ভুলে গিয়ে আবার নতুন করে পঞ্চম ওয়েবসাইট অর্থাৎ "psc.wb.gov.in" ওয়েবসাইটে গিয়ে নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনি যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেন তার একটি আলাদা এনরোলমেন্ট নম্বর পাবেন এবং সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরে অন্য পরীক্ষার জন্য আবার নতুন রেজিস্ট্রেশন করতে হবে। |
⇛ তারপর এল দ্বিতীয় ওয়েবসাইট অর্থাৎ www.pscwbapplication.in, তখন এনরোলমেন্ট নম্বরগুলি দেখতে এইরকম হত "PSC12345678" (উদাহরণ) অর্থাৎ PSC দিয়ে শুরু এবং তারপর আটটি নম্বর। ⇛ তারপর এল তৃতীয় ওয়েবসাইট অর্থাৎ www.wbpsc.gov.in, ওই এনরোলমেন্ট নম্বরগুলি দেখতে এইরকম হয় "WBPSC123456789" (উদাহরণ) অর্থাৎ WBPSC দিয়ে শুরু এবং তারপর নয়টি নম্বর। এই এনরোলমেন্ট নম্বর দিয়ে "pscwb.ucanapply.com" ওয়েবসাইটে লগইন করা যায়। ⇛ তারপর এল বর্তমান অর্থাৎ চতুর্থ ওয়েবসাইট অর্থাৎ wbpsc.ucanapply.com, এখানে এনরোলমেন্ট নম্বরগুলি দেখতে এইরকম হয় "23041234567" (উদাহরণ) অর্থাৎ শুধুমাত্র এগারোটি নম্বর। এখন এখানেই নতুন অ্যাপ্লিকেশন হবে। ⇛ তারপর এল পঞ্চম ওয়েবসাইট অর্থাৎ psc.wb.gov.in, এখানে সমস্ত নতুন তথ্য ও রেজাল্ট দেখতে পাবেন। এখানে পুরানো এনরোলমেন্ট নম্বর যেগুলি দেখতে এইরকম হয় "WBPSC123456789" সেগুলি লগ ইন করা যাবে। |
এবার বিষয় হল পুরনো এনরোলমেন্ট নম্বরগুলি কী কাজে লাগবে? - ধরুন আপনি কিছুদিন আগে কোন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছিলেন তখন পুরনো ওয়েবসাইট থেকেই ফর্ম ফিলাপ চালু ছিল তাহলে আপনার ওই আগের অ্যাপ্লিকেশনের তথ্য পাওয়ার জন্য পুরনো ওয়েবসাইটে গিয়েই লগইন করতে হবে। ধরুন কোন পরীক্ষা আগে হয়ে গেছে কিন্তু রেজাল্ট এখন বেরোল এবং আপনি রোল নম্বর হারিয়ে ফেলেছেন তখন পুরনো ওয়েবসাইটে লগইন করেই আপনি আগের পরীক্ষার রোল নম্বর সংগ্রহ করতে পারবেন।
⇛ পুরানো ও নতুন ওয়েবসাইটে এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড ফিরে পাওয়ার পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। সার্ভার সমস্যার কারনে একবার চেষ্টা করলে হবেনা, বার বার চেষ্টা করুন। |
(wbpsc.ucanapply.com) |
---|
⇛ উপরে ডান দিকের কোনায় ক্লিক করুন SIGN IN লিংকে। ⇛ তারপর ক্লিক করুন Forgot Enrollment ID/Password? লিংকে। ⇛ লিংক খুঁজে না পেলে এখানে ক্লিক করে সরাসরি যান [ Sign In Page ]। ⇛ যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন আই ডি খুঁজছেন সেটি ওখানে সিলেক্ট করে নিতে হবে। ⇛ তারপর দিতে হবে দুটি জিনিস। আপনার মোবাইল নম্বর এবং জন্ম তারিখ। ⇛ সিলেক্ট করুন রেজিস্টার্ড মোবাইল নম্বর অপশনটি, এনরোলমেন্ট আই ডি ও পাসওয়ার্ডটি রিসিভ করার জন্য। ⇛ তারপর ক্লিক করুন Submit অপশনে। ⇛ সবকিছ সঠিক দিলেই মোবাইলে SMS চলে আসবে, সেখানে পাবেন আপনার এনরোলমেন্ট আই ডি ও পাসওয়ার্ড। |
(www.wbpsc.gov.in & pscwb.ucanapply.com) |
---|
⇛ ক্লিক করুন Login লিংকে। ⇛ তারপর ক্লিক করুন Forgot Enrollment Number? লিংকে। ⇛ লিংক খুঁজে না পেলে এখানে ক্লিক করে সরাসরি যান [ LOG In Page ]। ⇛ তারপর দিতে হবে চারটি জিনিস। আপনার নামের প্রথম অংশ (First Name), বাবার পুরো নাম, আপনার জন্ম তারিখ এবং লিঙ্গ (Gender)। ⇛ তারপর ক্লিক করুন Search অপশনে। ⇛ সবকিছ সঠিক দিলেই সেখানে দেখতে পাবেন আপনার নাম এবং এনরোলমেন্ট নম্বর। ⇛ সার্ভার সমস্যার কারনে একবার চেষ্টা করলে হবেনা, বার বার চেষ্টা করুন। ⇛ বর্তমানে এই এনরোলমেন্ট নম্বর দিয়ে আর নতুন অ্যাপ্লিকেশন করা যাবেনা। |
(www.wbpsc.gov.in & pscwb.ucanapply.com) |
---|
⇛ ক্লিক করুন Sign In লিংকে। ⇛ Sign In লিংক খুঁজে না পেলে এখানে ক্লিক করুন [ Sign In Page ]। ⇛ তারপর ক্লিক করুন FORGOT PASSWORD? লিংকে। ⇛ তারপর দিতে হবে এনরোলমেন্ট নম্বর টি এবং আপনার জন্ম তারিখ। ⇛ তারপর ক্লিক করুন SEND অপশনে। ⇛ আপনার মোবাইল নম্বরে পাসওয়ার্ড টি পাঠিয়ে দেওয়া হবে। ⇛ কোন সমস্যা হলে নীচে কমেন্ট করুন। |
|
|
⇛ আপনার মোবাইলের SMS ইনবক্সে খুঁজে দেখুন আপনার প্রথম রেজিস্ট্রেশনের SMS টি পান কি না। ⇛ যে মোবাইল নম্বর দিয়ে প্রথমবার রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইলে খুঁজে দেখুন। ⇛ সেখানে 'pscwbapplication' বা 'pscwb' বা 'wbpsc' লিখে সার্চ করতে পারেন। ⇛ যদি SMS টি থেকে থাকে সেখানে পেয়ে যাবেন এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড। ⇛ যদি না পান প্রথমের পদ্ধতি অনুসরণ করুন। |
⇛ যে ইমেল আই ডি টি দিয়ে প্রথমবার রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটি খুলুন। ⇛ সেই ইমেলের ইনবক্সে গিয়ে সার্চ করুন 'pscwbapplication' বা 'pscwb' বা 'wbpsc' লিখে। ⇛ যদি আপনি ইমেলটি ডিলিট না করে থাকেন ১০০ % সেখানেই পেয়ে যাবেন আপনার এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড। ⇛ যদি না পান প্রথমের পদ্ধতি অনুসরণ করুন। |