SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

June 2019 (SET-3) | Current Affairs Quiz In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.21 ষষ্ঠবার (6th Times) উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ খেতাব জিতল কোন দল?
উত্তর - B লিভারপুল
ব্যাখ্যা : উয়েফা চ্যাম্পিয়নস লীগ ইউরোপের ক্লাব পর্যায়ের শীর্ষ দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত একটি ফুটবল প্রতিযোগিতা। ২০১৯ সালের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় টটেনহ্যাম হটস্পার এবং লিভারপুলের মধ্যে। বিজয়ী হয় লিভারপুল।
Q.22 ১০ বছরেরও বেশী স্থগিতাদেশের পর কোন বিমান সংস্থা পাকিস্তানে তাদের বিমান পরিষেবা পুনরায় চালু করল?
উত্তর - D ব্রিটিশ এয়ারওয়েজ
ব্যাখ্যা : ১০ বছরেরও বেশী স্থগিতাদেশের পর ব্রিটিশ এয়ারওয়েজ পাকিস্তানে তাদের বিমান পরিষেবা পুনরায় চালু করল।
Q.23 বর্তমানে বিশ্বের দক্ষিণতম শহর কোনটি?
উত্তর - C পুয়ের্তো উইলিয়ামস
ব্যাখ্যা : বর্তমানে বিশ্বের দক্ষিণতম শহর হল চিলিতে অবস্থিত পুয়ের্তো উইলিয়ামস। এই স্থানটি শহর হিসাবে স্বীকৃতি পাওয়ার আগে বিশ্বের দক্ষিণতম শহর ছিল আর্জেন্টিনার উসুয়াইয়া।
Q.24 ভারতের আয়ুষ মন্ত্রক (AYUSH Ministry) কোন নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল?
উত্তর - B Yoga Locator
ব্যাখ্যা : ভারতের আয়ুষ মন্ত্রক (AYUSH Ministry) Yoga Locator নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল। এই ম্যাপ ভিত্তিক অ্যাপ্লিকেশনটি যোগব্যায়াম প্রশিক্ষক ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে সনাক্ত করে সবার কাছে পৌঁছে দেবে। ভারতের বর্তমান AYUSH মন্ত্রী হলেন শ্রীপদ নায়েক।
Q.25 ভারতের বর্তমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম কী?
উত্তর - A অজিত দোভাল
ব্যাখ্যা : ভারতের বর্তমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম হল অজিত দোভাল। তাঁর তত্ত্বাবধানেই ২০১৬ সালের সার্জিকেল স্ট্রাইক ও ২০১৯ সালের এয়ার স্ট্রাইক করা হয়।
Q.26 গ্লোবাল ডে অফ প্যারেন্টস (Global Day Of Parents) কত তারিখে পালন করা হয়?
উত্তর - C 1st June
ব্যাখ্যা : গ্লোবাল ডে অফ প্যারেন্টস (Global Day Of Parents) প্রতিবছর 1st June পালন করা হয়। এবছর থিম ছিল - Honor Your Parents।
Q.27 2017-18 সালে ভারতে বেকারত্বের হার কত শতাংশ?
উত্তর - B 6.1 %
ব্যাখ্যা : 2017-18 সালে ভারতে বেকারত্বের হার হল 6.1 %। বিগত 45 বছরে এই হার সব থেকে বেশী। এই রিপোর্ট হল জুলাই 2017 থেকে জুন 2018 পর্যন্ত।
Q.28 ভারতীয় সেনা 'গো গ্রিন' উদ্যোগের অংশ হিসেবে বায়ুর গুণমান পরীক্ষার জন্য কোথায় "Continuous Ambient Air Quality Monitoring System (CAAQMS)" স্থাপন করল?
উত্তর - C ফোর্ট উইলিয়ম মিলিটারি স্টেশন, কোলকাতা
ব্যাখ্যা : ভারতীয় সেনা 'গো গ্রিন' উদ্যোগের অংশ হিসেবে বায়ুর গুণমান পরীক্ষার জন্য কোলকাতার ফোর্ট উইলিয়ম মিলিটারি স্টেশনে "Continuous Ambient Air Quality Monitoring System (CAAQMS)" স্থাপন করল। এটি সবসময় বায়ুর দূষণ পরিমাপ করবে।
Q.29 কোন রাজ্যের হাইকোর্ট জীবজন্তুদের আইনি অধিকার প্রদান করল?
উত্তর - A পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট
ব্যাখ্যা : পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জীবজন্তুদের আইনি অধিকার প্রদান করল। এই আইনে পশুর বিরুদ্ধে অত্যাচার বা বিভিন্ন কাজ করানো যেমন কষ্টকর আবহাওয়ায় গাড়ি টানানো প্রভৃতির একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই অর্ডারটি লিখেছেন জাস্টিস রাজীব শর্মা।
Q.30 এই প্রথম আর্কটিক অঞ্চলে ট্রেন সার্ভিস চালু করল কোন দেশ?
উত্তর - C রাশিয়া
ব্যাখ্যা : এই প্রথম আর্কটিক অঞ্চলে ট্রেন সার্ভিস চালু করল রাশিয়া। সেন্ট পিটার্সবার্গ স্টেশন থেকে শুরু করে নরওয়ে যাবে ট্রেনটি।
প্রশ্নগুলি শেয়ার করুন
আরও অন্যান্য বিষয়
WBCS LIST
FB COMMENTS