SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

January 2020 (1st Week) Current Affairs In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
প্রশ্নগুলি শেয়ার করুন
গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ
01.নাট্যাভিনয় সংক্রান্ত অনুষ্ঠান 'ধানু যাত্রা' কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - ওড়িশায়।
এই অনুষ্ঠানে কৃষ্ণ ও কংশের কাহিনী অভিনয় করা হয়।
02.সম্প্রতি তানজানিয়ায় মারা গেল বিশ্বের সব থেকে বেশী বয়সের স্ত্রী কালো গণ্ডার সেটির নাম কী ছিল?

উত্তর - ফস্টা।
আই ইউ সি এন এর তালিকায় এই কালো গণ্ডারের প্রজাতিকে মহাবিপন্ন বা ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড প্রজাতির দলে রাখা হয়েছে অর্থাৎ এই প্রজাতি লুপ্ত হয়ে আসছে।
03.কোন রাজ্যে ২০২০ সালের প্রতিমাসের প্রথম দিনে "No Vehicle Day" পালন করা হবে?

উত্তর - রাজস্থানে।
04.নিয়োগকারী সংস্থা সমূহ এবং কর্মচারীদের অভিযোগ গ্রহণ এবং সমাধানের জন্য কোন পোর্টাল চালু করল ভারতের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রক?

উত্তর - "সন্তুষ্ট"।
05.দিল্লির মুকারবা চৌক জায়গাটির নাম পরিবর্তন করে কার নামে রাখা হবে ?

উত্তর - কার্গিল যুদ্ধের শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা।
06.কার জন্মজয়ন্তী উপলক্ষে ২ জানুয়ারি, ২০২০ তারিখে প্রকাশ পর্ব পালন করা হল?

উত্তর - দশম শিখগুরু গুরু গোবিন্দ সিংহ।
07.UNESCO-এর বর্তমান গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন কে?

উত্তর - মেক্সিকোর অভিনেত্রী ইয়ালিটজা অ্যাপারিসিও।
08.2019-20 আর্থিক বছরের প্রথমার্ধে ভারতে সব থেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (FDI) হয়েছে কোন দেশ থেকে?

উত্তর - সিঙ্গাপুর।
09.ইসরোর ঘোষণা অনুযায়ী নতুন চন্দ্রযান-3 প্রোজেক্টে আনুমানিক ব্যয় হবে কত টাকা?

উত্তর - ৬০০ কোটি।
10.ভারতের রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে?

উত্তর - বিনোদ কুমার যাদব।
11.রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী কৃষি কর্মণ অ্যাওয়ার্ড কীজন্য প্রদান করেন?

উত্তর - কৃষিক্ষেত্রে ভাল উৎপাদন করার জন্য।
12.১০৭ তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - ব্যাঙ্গালোর।
13.সংগীত কলানিধি পুরষ্কার ২০১৯ কাকে দেওয়া হল?

উত্তর - সৌম্যা শ্রীনিবাসন।
14.বন্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে ভারতে মোট কয়টি বাঘের মৃত্যু হয়েছে?

উত্তর - ৯৫ টি।
15.লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরস্কার ২০১৯ কাকে দেওয়া হল?

উত্তর - হিন্দি পত্রিকা জাগরণ এর চিফ এডিটর সঞ্জয় গুপ্তা।
16.সম্প্রতি আমেরিকার বিমান হামলায় নিহত হয়েছেন কোন দেশের মেজর জেনারেল?

উত্তর - ইরানের মেজর জেনারেল কাসেম সোলেইমানি।
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে ওই বিমান হামলা করা হয়।
17.বিশ্ব ব্রেইল দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর - প্রতিবছর ৪ (চার) জানুয়ারি ।
18.অল ইন্ডিয়া পুলিশ জুডো ক্লাস্টার চ্যাম্পিয়নশিপ ২০১৯ কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর - নিউ দিল্লিতে।
প্রতিযোগিতাটির আয়োজন করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।
19.ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (National Disaster Response Force) অ্যাকাডেমি কোথায় স্থাপন করা হবে?

উত্তর - মহারাষ্ট্রের নাগপুরে।
20.কাকে বলা হয় মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া?

উত্তর - টেসি থমাস।
টেসি থমাস ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী যিনি ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অগ্নি-4 ও অগ্নি-5 ক্ষেপণাস্ত্র প্রকল্পে অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি DRDO-এর অ্যারোনটিকাল সিস্টেমের ডিরেক্টর জেনারেল।
21.কোথায় ভয়াবহ দাবানলে অসংখ্য বাড়িঘর ও বন্যপ্রাণী সহ বিশাল বনভূমি পুড়ে ছারখার হয়ে গেল?

উত্তর - অস্ট্রেলিয়া।
22.দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য কোন রাজ্যে আরোগ্যশ্রী স্কিম চালু করা হয়েছে?

উত্তর - অন্ধ্রপ্রদেশ।
23.হেস্টিংস আন্তর্জাতিক চেস কংগ্রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন কে?

উত্তর - ভারতীয় গ্র্যান্ডমাস্টার মগেশ চন্দ্রান পঞ্চনাথন।
24.জলবায়ু পরিবর্তন সম্পর্কিত উদ্যোগ জল-জীবন-হরিয়ালি মিশন (Jal-Jivan-Hariyali mission) গ্রহণ করা হয়েছে কোন রাজ্যে?।

উত্তর - বিহার।
বিহারের মুখ্যমন্ত্রী হলেন নিতিশ কুমার।
25.সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৯ দেওয়া হবে কাদেরকে?

উত্তর - কৃষ্ণমাচারী শ্রীকান্ত (Krishnamachari Srikkanth) এবং অঞ্জুম চোপড়াকে (Anjum Chopra)।
26.RPF বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নাম বদলে কী রাখা হল?

উত্তর - ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস।
ভারতের বর্তমান রেলমন্ত্রী হলেন পিয়ুস গোয়েল।।
27.ব্যবহারকারীদের তথ্য অন্যায় ভাবে শেয়ার করার জন্য ফেসবুকের কাছে 1.6 মিলিয়ন ডলার জরিমানা করেছে কোন দেশ?

উত্তর - ব্রাজিল।
ব্রাজিলের জাস্টিস মিনিস্ট্রি জানতে পারে যে প্রায় 4,43,000 ইউজারের তথ্য অন্য একটি সংস্থার কাছে শেয়ার করেছে ফেসবুক।
28.হিরো ইন্ডিয়ান উইমেনস লীগ ফুটবল 2020 অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর - ব্যাঙ্গালুরু।
24 জানুয়ারি 2020 থেকে অনুষ্ঠিত হবে এই লীগ। ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তামিলনাড়ুর Sethu FC টিম।
29.১৪ তম গ্লোবাল হেলথ কেয়ার সম্মেলন অনুষ্ঠিত হল কোথায়?

উত্তর - বিশাখাপত্তনম।
আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ অন্যান্য দেশ থেকে ৫০০ এর বেশি ডাক্তার এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
30.ইন্ডিয়ান আর্মির নতুন প্রধানের নাম কী?

উত্তর - মনোজ মুকুন্দ নরবান।
তাঁর আগে আর্মির প্রধান ছিলেন জেনারেল বিপিন রাওয়াত।
প্রশ্নগুলি শেয়ার করুন
Comment Below
WBCS LIST
FB COMMENTS