WBCS Online Mock Test In Bengali Subject - Geography of India and Geography of West Bengal, WBCS অনলাইন মক টেস্ট বিষয় - ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল
Message
Q.1 29তম রাজ্য হিসেবে তেলেঙ্গানা কখন আত্মপ্রকাশ করে? আপনার উত্তর A 2000সালের 1জুন B 2014 সালের 1জুন C 2014সালের 1মে D 2012সালের 1মে X Clear Answer সঠিক উত্তর B 2014 সালের 1জুন M Mark For Review
Q.2 কাথিয়াবাড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কী? আপনার উত্তর A গালিকোন্ডা B আনাইমালাই C দোদাবেতা D গোরক্ষনাথ X Clear Answer সঠিক উত্তর D গোরক্ষনাথ M Mark For Review
Q.3 মালাবার উপকূলের লেগুন-কে স্থানীয় ভাষায় কী বলে? আপনার উত্তর A রেহ B কয়াল C চো D তার X Clear Answer সঠিক উত্তর B কয়াল M Mark For Review
Q.4 মহানদী-র উৎস স্থল কোনটি? আপনার উত্তর A মহাবালেশ্বর B ট্রিম্বক C দণ্ডকারণ্য D ছোটোনাগপুর X Clear Answer সঠিক উত্তর C দণ্ডকারণ্য M Mark For Review
Q.5 নমামি গঙ্গে প্রোগ্রাম কখন শুরু করা হয়? আপনার উত্তর A জুন 2014 B জুন 2012 C জুন 2015 D জুন 2013 X Clear Answer সঠিক উত্তর A জুন 2014 M Mark For Review
Q.6 দুধসাগর জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? আপনার উত্তর A কাবেরী নদীতে B ইন্দ্রাবতী নদীতে C ভারাহি নদীতে D মাণ্ডোভী নদীতে X Clear Answer সঠিক উত্তর D মাণ্ডোভী নদীতে M Mark For Review
Q.7 শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? আপনার উত্তর A ড: অরুপ কৃষ্ণনন -কে B ড: ভার্গিস কুরিয়েন -কে C ড: নর্মান বোরলাগ -কে D স্যাম পিত্রোদা -কে X Clear Answer সঠিক উত্তর B ড: ভার্গিস কুরিয়েন -কে M Mark For Review
Q.8 ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষণ সংস্থা(জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-র সদর দপ্তর কোথায়? আপনার উত্তর A ভুবনেশ্বরে B উদয়পুরে C কলকাতায় D নাগপুরে X Clear Answer সঠিক উত্তর C কলকাতায় M Mark For Review
Q.9 1907 সালে জামসেদজি টাটা কোন দুই নদীর মিলনস্থলে টাটা আয়রন এণ্ড স্টীল কোম্পানি স্থাপন করেন? আপনার উত্তর A সুবর্ণরেখা ও ময়ূরাক্ষী B উত্তর কোয়েল ও দক্ষিণ কোয়েল C সুবর্ণরেখা ও খরকাই D সুবর্ণরেখা ও উত্তর কোয়েল X Clear Answer সঠিক উত্তর C সুবর্ণরেখা ও খরকাই M Mark For Review
Q.10 পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক (ন্যাশনাল হাইওয়ে) কোনটি? আপনার উত্তর A NH 6 B NH 31 C NH 12 D NH 44 X Clear Answer সঠিক উত্তর C NH 12 M Mark For Review
Q.11 হুগলী শিল্পাঞ্চলের গার্ডেনরিচ-এ কোন শিল্প বিকশিত হয়েছে? আপনার উত্তর A ইলেকট্রনিক শিল্প B কাগজ শিল্প C জাহাজ নির্মাণ শিল্প D মোটরগাড়ি শিল্প X Clear Answer সঠিক উত্তর C জাহাজ নির্মাণ শিল্প M Mark For Review
Q.12 পশ্চিমবঙ্গের বৃহত্তম অ্যালুমিনিয়াম শিল্প কারখানাটি কোথায় গড়ে উঠেছে? আপনার উত্তর A টিটাগড় B হালিশহর C বাটানগর D জে.কে. নগর X Clear Answer সঠিক উত্তর D জে.কে. নগর M Mark For Review
Q.13 পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল কোনটি? আপনার উত্তর A উত্তর দিনাজপুরের চোপড়া B উত্তর দিনাজপুরের রাইগঞ্জ C মুর্শিদাবাদের ধুলিয়ান D দার্জিলিংয়ের বাগডোগরা X Clear Answer সঠিক উত্তর A উত্তর দিনাজপুরের চোপড়া M Mark For Review
Q.14 নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? আপনার উত্তর A কলকাতা B মালদা C জলপাইগুড়ি D বর্ধমান X Clear Answer সঠিক উত্তর A কলকাতা M Mark For Review
Q.15 ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল? আপনার উত্তর A নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ B পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন C বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন D হুগলী নদীতে জলের যোগান বৃদ্ধি X Clear Answer সঠিক উত্তর D হুগলী নদীতে জলের যোগান বৃদ্ধি M Mark For Review
সঠিক উত্তরগুলি অবশ্যই দেখে নেবেন।
সব উত্তর সঠিক না হওয়া পর্যন্ত মকটেস্ট আবার দিন।
মকটেস্ট আবার দিতে হলে রিসেট করে নেবেন।
PREVIOUS QUESTION
সময় বাকি আছে LOADING
SCORE
NEXT QUESTION
DASHBOARD
FINAL SUBMIT
RESET
মোট প্রশ্ন সংখ্যা15
প্রশ্ন দেখেছেন1
উত্তর দিয়েছেন0
মার্ক করেছেন0
সঠিক উত্তর0
ভুল উত্তর0
0
1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
CLOSE
SCORE