WBCS Online Mock Test In Bengali Subject - Geography of India and Geography of West Bengal, WBCS অনলাইন মক টেস্ট বিষয় - ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল
Message
Q.1 কোন নদী এলাহাবাদে গঙ্গায় মিলিত হয়েছে? আপনার উত্তর A গন্ডক B কোশি C যমুনা D ঘাগরা X Clear Answer সঠিক উত্তর C যমুনা M Mark For Review
Q.2 পশ্চিম উপকূলের উত্তরাংশ নামে পরিচিত- আপনার উত্তর A করোমন্ডল উপকূল B কোঙ্কন উপকূল C মালাবার উপকূল D কোনটিই নয় X Clear Answer সঠিক উত্তর B কোঙ্কন উপকূল M Mark For Review
Q.3 দমন ও দিউকে কি আলাদা করে? আপনার উত্তর A তাপতী নদী B গির পাহাড় C নর্মদা নদী D খাম্বাত উপসাগর X Clear Answer সঠিক উত্তর D খাম্বাত উপসাগর M Mark For Review
Q.4 ভারতের অঙ্কলেশ্বর কী উৎপাদনের জন্য পরিচিত? আপনার উত্তর A লৌহ আকরিক B পেট্রোলিয়াম C কয়লা D বক্সাইট X Clear Answer সঠিক উত্তর B পেট্রোলিয়াম M Mark For Review
Q.5 পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের প্রধান নদী হল- আপনার উত্তর A জলঢাকা B রায়ডাক C তোর্সা D তিস্তা X Clear Answer সঠিক উত্তর D তিস্তা M Mark For Review
Q.6 পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে নিয়েছে? আপনার উত্তর A তিন B চার C ছয় D দুই X Clear Answer সঠিক উত্তর A তিন M Mark For Review
Q.7 পৃথিবীর বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলীয় চাপ আপনার উত্তর A প্রথমে বৃদ্ধি পায় এবং তারপর উচ্চতার সাথে হ্রাস পায় B উচ্চতার সাথে স্থির থাকে C উচ্চতার সাথে হ্রাস পায় D উচ্চতার সাথে বৃদ্ধি পায় X Clear Answer সঠিক উত্তর C উচ্চতার সাথে হ্রাস পায় M Mark For Review
Q.8 ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হল- আপনার উত্তর A কুঞ্চিকাল B যোগ C শিবসমুদ্রম D কোর্টালম X Clear Answer সঠিক উত্তর A কুঞ্চিকাল M Mark For Review
Q.9 পশ্চিমবঙ্গের নীচের কোন প্রশাসনিক বিভাগে হুগলি পড়ে? আপনার উত্তর A প্রেসিডেন্সি বিভাগ B জলপাইগুড়ি বিভাগ C বর্ধমান বিভাগ D মালদা বিভাগ X Clear Answer সঠিক উত্তর C বর্ধমান বিভাগ M Mark For Review
Q.10 ভারতের যে রাজ্যে শিশুমৃত্যুর হার সবচেয়ে কম- আপনার উত্তর A গুজরাট B মহারাষ্ট্র C কেরালা D গোয়া X Clear Answer সঠিক উত্তর C কেরালা M Mark For Review
Q.11 চামড়া,ডোকরা,টেরাকোটার তৈরি বিখ্যাত হস্তশিল্প সামগ্রী পাওয়া যায় আপনার উত্তর A বাঁকুড়া B বীরভূম C নদিয়া D পুরুলিয়া X Clear Answer সঠিক উত্তর A বাঁকুড়া M Mark For Review
Q.12 কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যেখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি আপনার উত্তর A দমন ও দিউ B পন্ডিচেরি C দিল্লি D লাক্ষাদ্বীপ X Clear Answer সঠিক উত্তর D লাক্ষাদ্বীপ M Mark For Review
Q.13 গোল্ডেন ফাইবার বলতে বোঝায়- আপনার উত্তর A শণ B পাট C তুলা D নাইলন X Clear Answer সঠিক উত্তর B পাট M Mark For Review
Q.14 উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আপনার উত্তর A টর্নেডোর কারণে B ঘূর্ণিঝড়ের কারণে C ভূমিধসের কারণে D ভূমিকম্পের কারণে X Clear Answer সঠিক উত্তর B ঘূর্ণিঝড়ের কারণে M Mark For Review
Q.15 নীচের কোন জোড়া সঠিকভাবে মিলছে না? আপনার উত্তর A কাজিরাঙ্গা: এক শিংওয়ালা গন্ডার B ভিতর কনিকা: অলিভ রিডলি কচ্ছপ C দলমা পাহাড়: বন্য হাতি D দাচিগাম: এশিয়াটিক সিংহ X Clear Answer সঠিক উত্তর D দাচিগাম: এশিয়াটিক সিংহ M Mark For Review
সঠিক উত্তরগুলি অবশ্যই দেখে নেবেন।
সব উত্তর সঠিক না হওয়া পর্যন্ত মকটেস্ট আবার দিন।
মকটেস্ট আবার দিতে হলে রিসেট করে নেবেন।
PREVIOUS QUESTION
সময় বাকি আছে LOADING
SCORE
NEXT QUESTION
DASHBOARD
FINAL SUBMIT
RESET
মোট প্রশ্ন সংখ্যা15
প্রশ্ন দেখেছেন1
উত্তর দিয়েছেন0
মার্ক করেছেন0
সঠিক উত্তর0
ভুল উত্তর0
0
1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
CLOSE
SCORE