SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

WBCS Preliminary 2022 (19th June, 2022) - Math Answer Key

WBCS প্রিলিমিনারি 2022 অঙ্ক বিষয়ের সব প্রশ্নের উত্তর ও সমাধান

WBCS Preliminary 2022 Math Answer Key
QuestionAnswer
1. 3, 8, 6, 14, ____, 20(D) 9
2. 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে?(C) 82.5
3. একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পরে 800 জন লোক চলে গেলেন। যারা বাকি রইলেন, অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?(C) 200 দিন
4. এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে। বাকি আম 2,280 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হল। তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন?(C) 2,400 টাকা
5. পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ। দশ বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুতের তিনগুন হবে। পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে, পিতার বয়স নির্ণয় করুন।(A) 50 বছর
6. একদল গোরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। গোরুর সংখ্যা কত?(A) 7
7. নীচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষা বড়ো এবং 5/6 অপেক্ষা ছোটো?(C) 4/5
WBCS LIST
FB COMMENTS