SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

বাংলা এক কথায় প্রকাশ (য-১-দিয়ে) - Bengali Language One Word Substitution - Bangla Ek Kothay Prokash

য দিয়ে এক কথায় প্রকাশ, চাকরির জন্য বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, PDF Online Download, App Download
Bengali Language One Word Substitution
বাংলা এক কথায় প্রকাশ
Bengali Language One Word Substitution - বাংলা এক কথায় প্রকাশ Online PDF
প্রশ্নগুলি শেয়ার করুন
ক্রময-দিয়ে শুরু বাক্যএক কথায় প্রকাশ
1.যন্ত্রণা বোঝায় এমন অনুভূতিটনটন
+1.যা অকালে পক্ক হয়েছেঅকালপক্ব
2.যা অজ বা ছাগল কে গ্রাস করেঅজগর
3.যা অতিকষ্টে নিবারণ করা যায়দুর্নিবার
4.যা অতিক্রম করা যায় নাঅনতিক্রমণীয়/অনতিক্রম্য
5.যা অতিদীর্ঘ নয়নাতিদীর্ঘ
6.যা অধ্যয়ন করা হয়েছেঅধীত
7.যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়দুরধ্যয়
8.যা অনুভব করা হচ্ছেঅনুভূয়মান
9.যা অন্তরে ঈক্ষণ (দেখার) যোগ্যঅন্তরিক্ষ
10.যা অপনয়ন বা দূর করা কষ্টকরদূরপনেয়
11.যা অপনয়ন বা দূর করা যায় নাঅনপনেয়
12.যা অবশ্য ঘটবে বা হবেঅবশ্যম্ভাবী
13.যা অভ্র (মেঘ) লেহন বা স্পর্শ করেঅভ্রংলিহ
14.যা অস্ত যাচ্ছেঅস্তায়মান
15.যা আগুনে পোড়ে নাঅগ্নিসহ
16.যা আঘাত পায় নিঅনাহত
17.যা আটপ্রহর পরা যায়আটপৌরে
18.যা আতপ বা রৌদ্র থেকে ত্রাণ করেআতপত্র (ছাতা)
19.যা আরোগ্য হওয়া কঠিনদুরারোগ্য
20.যা আহুত বা ডাকা হয় নিঅনাহুত
21.যা উচ্চারণ করতে কষ্ট হয়দুরুচ্চার্য
22.যা উচ্চারণ করা যায় নাঅনুচ্চার্য
23.যা উদিত হচ্ছেউদীয়মান
24.যা উপলব্ধি করা যাচ্ছেউপলভ্যমান
25.যা একইভাবে চলেগতানুগতিক
26.যা কখনো নষ্ট হয় নাঅবিনশ্বর
27.যা কথায় বর্ণনা করা যায় নাঅনির্বচনীয়
+1.যা করা প্রয়োজনকর্তব্য
28.যা কষ্টে অতিক্রম করা যায়দুরতিক্রম্য
29.যা কষ্টে দমন করা যায়দুর্দমনীয়
30.যা কষ্টে জয় করা যায়দুর্জয়
ক্রময-দিয়ে শুরু বাক্যএক কথায় প্রকাশ
31.যা কষ্টে নিবারণ করা যায়দুর্নিবার
32.যা কষ্টে জয় করা যায়দুর্জয়
33.যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
34.যা কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর
35.যা কোনভাবেই নিবারণ করা যায়নাঅনিবার্য
36.যা ক্রমশ বর্ধিত হচ্ছেবর্ধিষ্ণু
37.যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছেক্ষীয়মাণ
38.যা ক্রমশ দূরে সরে যাচ্ছেঅপস্রিয়মাণ
39.যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছেক্রমবিস্তাৰ্যমান
40.যা ক্রয় করার যোগ্যক্রেয়
41.যা খাওয়ার যোগ্যখাদ্য
42.যা খুব শীতল বা উষ্ণ নয়নাতিশীতোষ্ণ
43.যা গতিশীলজঙ্গম
44.যা গোবরে জন্মেসরোজ
45.যা ঘুমিয়ে আছেসুপ্ত
46.যা চিন্তা করা যায় নাঅচিন্তনীয়, অচিন্ত্য
47.যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয়চর্ব্য
48.যা চেটে খাবার যোগ্যলেহ্য
49.যা চুষে খেতে হয়চোষ্য
50.যা চোখে দেখা যায়চক্ষুগোচর
+1.যা ছুটে চলেছেছুটন্ত
51.যা জল দেয়জলদ (মেঘ)
52.যা জলে চরেজলচর
53.যা জলে ও স্থলে চরেউভচর
53.যা জলে জন্মেজলজ
54.যা জানা আছেজ্ঞাত
55.যা জানা নেইঅজ্ঞাত
56.যা জ্বল জ্বল করছেজাজ্বল্যমান
57.যা দমন করা যায় নাঅদম্য
58.যা দমন করা কষ্টকরদুর্দমনীয়
59.যা দীপ্তি পাচ্ছেদেদীপ্যমান
60.যা দেখা যাচ্ছেদৃশ্যমান
61.যা ধারণ বা পোষণ করেধর্ম
62.যা নিজের দ্বারা অর্জিতস্বোপার্জিত
63.যা নিবারণ করা কষ্টকরদুর্নিবার
64.যা নিবেদন করা হয়নৈবদ্য, নৈবিদ্যি
+1.যা নিষেধ করা হয়েছেনিষিদ্ধ
65.যা নীরে বা জল জন্মেনীরজা
66.যা পরমায়ু বৃদ্ধি করেআয়ুষ্য
67.যা পরিহার করা যায় নাঅপরিহার্য
68.যা পান করতে হয়/পান করার যোগ্যপেয়
69.যা পান করার অযোগ্যঅপেয়
70.যা পাঁকে জন্মেপঙ্কজ
ক্রময-দিয়ে শুরু বাক্যএক কথায় প্রকাশ
71.যা পূর্বে কথিত বা উল্লিখিতপ্রাগুক্ত
72.যা পূর্বে ঘটেনিঅভূতপূর্ব
73.যা পূর্বে চিন্তা করা যায় নিঅচিন্তিতপূর্ব
74.যা পূর্বে ছিল এখন নেইভূতপূর্ব
75.যা পূর্বে দেখা যায় নিঅদৃষ্টপূর্ব
76.যা পূর্বে কখনও আস্বাদিত হয়নিঅনাস্বাদিতপূর্ব
77.যা পূর্বে শোনা যায় নিঅশ্রুতপূর্ব
78.যা প্রকাশ করা হয় নিঅব্যক্ত
79.যা প্রতিরোধ করা যায় নাঅপ্রতিরোধ্য
80.যা প্রমাণ করা যায় নাঅপ্রমেয়
+1.যা প্রয়োগ করা যায়প্রযোজ্য
81.যা ফল প্রসব করেফলপ্রসূ
82.যা ফুটছেফুটন্ত
83.যা ফুরায় নাঅফুরান
84.যা বচন বা বাক্যে প্রকাশযোগ্য নয়অনির্বচনীয়
85.যা বপন করা হয়েছেউপ্ত
86.যা বনে চরেবনচর
87.যা বলা হচ্ছেবক্ষ্যমাণ
88.যা বলা হয়েছেউক্ত
89.যা বলা হয় নিঅনুক্ত
90.যা বলার যোগ্য নয়অকথ্য
91.যা বহন করা হচ্ছেনীয়মান
92.যা বাক্যে প্রকাশ করা যায় নাঅবর্ণনীয়
93.যা বাতাসে উবে যায়উদ্বায়ী
94.যা বালকের মধ্যেই সুলভবালকসুলভ
95.যা বার বার দুলছেদোদুল্যমান
96.যা বার বার দীপ্তি পাচ্ছেদেদীপ্যমান
97.যা বিচার বা তর্ক দ্বারা ঠিক করা যায় নাঅপ্রতর্ক্য
98.যা বিচিত্রতায় পূর্ণবৈচিত্র্যপূর্ণ
99.যা বিক্রয় করার যোগ্যবিক্রেয়
100.যা বিনা যত্নে লাভ করা গেছেঅযত্নলব্ধ
বাংলা এক কথায় প্রকাশ, তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি, পঞ্চম শ্রেণি, ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি, অষ্টম শ্রেণি, নবম শ্রেণি, দশম শ্রেণি, একাদশ শ্রেণি, দ্বাদশ শ্রেণি, Class 3, Class 4, Class 5, Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, Class 11, Class 12, ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি, ৫ম শ্রেণি, ৬ষ্ঠ শ্রেণি, ৭ম শ্রেণি, ৮ম শ্রেণি, ৯ম শ্রেণি, ১০ম শ্রেণি
আরও অন্যান্য বিষয়
WBCS LIST
FB COMMENTS