SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

বাংলা এক কথায় প্রকাশ (য-২-দিয়ে) - Bengali Language One Word Substitution - Bangla Ek Kothay Prokash

য দিয়ে এক কথায় প্রকাশ, চাকরির জন্য বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, PDF Online Download, App Download
Bengali Language One Word Substitution
বাংলা এক কথায় প্রকাশ
Bengali Language One Word Substitution - বাংলা এক কথায় প্রকাশ Online PDF
প্রশ্নগুলি শেয়ার করুন
ক্রময-দিয়ে শুরু বাক্যএক কথায় প্রকাশ
101.যা বুকে হাঁটেসরীসৃপ
102.যা ভাবা যায় নাঅভাবনীয়
103.যা মন হরণ করেমনোহর
104.যা মন্থন করা হয়েছেমথিত
105.যা মর্ম স্পর্শ করেমর্মস্পর্শী
106.যা মর্মকে পীড়া দেয়মর্মন্তুদ
107.যা মাটি ভেদ করে ওঠেউদ্ভিদ
108.যা মিলিয়ে যাচ্ছেঅপমৃয়মান
109.যা মুছে ফেলা যায় নাদুর্মোচ্য
110.যা মুষ্টি দিয়ে পরিমাপ করা যায়মুষ্টিমেয়
111.যা মৃত্তিকা দ্বারা নির্মিতমৃন্ময়
112.যা লয় প্রাপ্ত হয়েছেলীন
113.যা লাফিয়ে চলেপ্লবগ
114যা লেহন করে বা চেটে খেতে হয়লেহ্য
+1.যা লোপ পেয়েছেবিলুপ্ত
115.যা শল্য ব্যথা দূর করেবিশল্যকরণী
116.যা শুনলে মনে দুঃখ হয়দুঃশ্রব/অশ্রাব্য
117.যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়ব্যয়বহুল
118.যা সহজে অপনীত বা অপসারিত হবার নয়দুরপনেয়
119.যা সহজে উচ্চারণ করা যায় নাদুরুচ্চার্য
120.যা সহজে উত্তীর্ণ হওয়া যায় নাদুস্তর
121.যা সহজে জীর্ণ হয়সুপাচ্য
122.যা সহজে দমন করা যায় নাদুর্দমনীয়
123.যা সহজে ভাঙ্গেভঙ্গুর
124.যা সহজে লঙ্ঘন করা যায় নাদুলঙ্ঘ্য
125.যা সহজে লাভ করা যায়সুলভ
126.যা সহজে লাভ করা যায় না/যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
127.যা সাধারণের মধ্যে দেখা যায় নাঅনন্যসাধারণ
128.যা স্থলে চরেস্থলচর
129.যা সারা দুনিয়ায় খ্যাতজগদ্বিখ্যাত
130.যা সারা বিশ্বের বন্দনাযোগ্যবিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য
ক্রময-দিয়ে শুরু বাক্যএক কথায় প্রকাশ
131.যা হবেই / হইবেভাবী, অবধারিত
132.যার অন্য গতি নাইঅগত্যা
133.যার অন্য উপায় নেইঅনন্যোপায়
134.যার অন্য দিকে মন নেইঅনন্যমনা
135.যার অন্ত নেইঅন্তহীন
136.যার অর্থ নেইনিরর্থক, অর্থহীন
137.যার অহংকার নেইনিরহংকার
138.যার আকার কুৎসিতকদাকার
139.যার আকার নেইনিরাকার
140.যার আগমনের কোন তিথি নেইঅতিথি
141.যার আচারে নিষ্ঠা আছেআচারনিষ্ঠা
142.যার আদি নেইঅনাদি
143.যার আমিষ (আঁষ) গন্ধআঁষটে
144.যার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছেআস্তিক
145.যার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেইনাস্তিক
146.যার ঈহা বা চেষ্টা নেইনিরীহ
146.যার উদর বক্রগতি সম্পন্নকাকোদর
147.যার উদরে দাম বা দড়িদামোদর
148.যার উপস্থিত বুদ্ধি আছেপ্রত্যুৎপন্নমতি
149.যার এক বিষয়ে নিবিষ্ট চিত্তএকাগ্রচিত্ত
150.যার কাজ করার শক্তি আছেসক্ষম
151.যার কাজে অভিজ্ঞতা আছেকরিতকর্মা
152.যার কামনা দূর হয়েছেবীতকাম
153.যার কিছু নেইঅকিঞ্চন
154.যার কিছুতে পরোয়া নেইবেপরোয়া
155.যার কীর্তি শ্রবণে পূণ্য জন্মেপূণ্যশ্লোক
156.যার কোন উপায় নেইনিরুপায়
157.যার কোনো কিছু থেকেই ভয় নেইঅকুতোভয়
158.যার কোনো তিথি নেইঅতিথি
159.যার কোন শত্রু নেই/জন্মেনিঅজাতশত্রু
160.যার খ্যাতি আছেখ্যাতিমান
161.যার চারদিকে স্থলহ্রদ
162.যার চোখে লজ্জা নেইচশমখোর
163.যার তল স্পর্শ করা যায় নাঅতলস্পর্শী
164.যার তুলনা হয় নাঅতুলনীয়
165.যার দাড়ি/শ্মশ্রু জন্মে নিঅজাতশ্মশ্রু
166.যার দ্বারা অণুকে দেখা যায়অণুবীক্ষণ
167.যার দিক থেকে চক্ষু ফেরানো যায় নাঅসেচনক
168.যার দুই দিক বা চার দিকে জলদ্বীপ
169.যার দুটি মাত্র দাঁতদ্বিরদ (হাতি)
170.যার দুবার জন্ম হয়দ্বিজ
ক্রময-দিয়ে শুরু বাক্যএক কথায় প্রকাশ
171.যার দুহাত সমান চলেসব্যসাচী
172.যার নাম কেউ জানে নাঅজ্ঞাতনামা
173.পদ্ম নাভীতে যারপদ্মনাভ
174.যার নিজেকে কেন্দ্র করে চিন্তাআত্মকেন্দ্রিক
175.যার পত্নী গত হয়েছেবিপত্মীক
176.যার পঞ্জরাস্থি ক্ষীণ বা দুর্বলউনপাঁজুরে
177.যার পীড়া হয়েছেপীড়িত
178.যার পুত্র নেইঅপুত্রক
179.যার পূর্বজন্মের কথা স্মরণ আছেজাতিস্মর
180.যার বরাহ বা শুকরের মতো খুরবরাখুরে
181.যার বসন (পোশাক) মাটির রঙেরগৈরিকবসনা
182.যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে নাঅজ্ঞাতকুলশীল
183.যার বাসস্থান বা ঘর নেইঅনিকেতন, গৃহহীন
184.যার বিশেষ খ্যাতি আছেবিখ্যাত
185.যার ব্যয় নেইঅব্যয়
186.যার ভয় নেইনির্ভীক
187.যার ভাতের অভাবহাভাতে
188.যার মমতা নেইনির্মম
+1.যার মূল্য নির্ধারণ করা যায় নাঅমূল্য
189.যার রং আসমানের মতআসমানি
190.যার শুভক্ষণে জন্মক্ষণজন্মা
+1.যার শেষ নেইঅনন্ত
191.যার সর্বস্ব হারিয়ে গেছেসর্বহারা, হৃতসর্বস্ব
192.যার সীমা নেইঅসীম
193.যার স্পৃহা দূর হয়েছেবীতস্পৃহ
194.যিনি অতিশয় হিসাবিপাটোয়ারি
195.যিনি অধিক ব্যয় করেন নামিতব্যয়ী
196.যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞইতিহাসবেত্তা
197.যিনি ইতিহাস রচনা করেনঐতিহাসিক
198.যিনি ইন্দ্রিয়কে জয় করেছেনজিতেন্দ্রিয়
199.যিনি ইন্দ্রকে জয় করেছেনইন্দ্রজিত
200.যিনি ঋতুতে ঋতুতে যজ্ঞ করেনঋত্বিক
বাংলা এক কথায় প্রকাশ, তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি, পঞ্চম শ্রেণি, ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি, অষ্টম শ্রেণি, নবম শ্রেণি, দশম শ্রেণি, একাদশ শ্রেণি, দ্বাদশ শ্রেণি, Class 3, Class 4, Class 5, Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, Class 11, Class 12, ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি, ৫ম শ্রেণি, ৬ষ্ঠ শ্রেণি, ৭ম শ্রেণি, ৮ম শ্রেণি, ৯ম শ্রেণি, ১০ম শ্রেণি
আরও অন্যান্য বিষয়
FB COMMENTS