SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

November 2018 (SET-1) | Current Affairs In Bengali (কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়) PDF Download

নভেম্বর ২০১৮ - কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
প্রশ্নগুলি শেয়ার করুন

Q.1 ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (ITBP) নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?
উত্তর - D এস এস দেসওয়াল
ব্যাখ্যা : এস এস দেসওয়াল হলেন ১৯৮৪ ব্যাচের হরিয়ানা ক্যাডারের IPS অফিসার।
Q.2 সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার আই সি সি হল অফ ফেমে জায়গা পেলেন?
উত্তর - D রাহুল দ্রাবিড়
ব্যাখ্যা : এর আগে আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছিলেন চার ভারতীয় ক্রিকেটার। তারা হলেন, বিষেন সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলে। এবার পঞ্চম ভারতীয় হিসেবে এই তালিকায় যুক্ত হলেন রাহুল দ্রাবিড়।
Q.3 কোন রাজ্যে চালু করা হয়েছে 'সৌর নিধি' প্রকল্প?
উত্তর - C ওড়িশা
ব্যাখ্যা : এই প্রকল্পের আওতায় কৃষকদের ৫০০০ টি সোলার পাম্প দেওয়া হবে ৯০% ভর্তুকিতে।
Q.4 প্রথম ভারতীয় হিসেবে কে 'এশিয়ান স্নুকার ট্যুর ইভেন্ট' জিতলেন?
উত্তর - B পঙ্কজ আদবানি।
ব্যাখ্যা : চীনের জিনানে অনুষ্ঠিত এই ইভেন্টে পঙ্কজ আদবানি চীনের জু রেটিকে ফাইনালে ৬-১ ফলাফলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন।
Q.5 কোন দুই দেশ মিলে তৈরি করেছে ওসিয়ানোগ্রাফি স্যাটেলাইট?
উত্তর - A চীন-ফ্রান্স।
ব্যাখ্যা : চীন এবং ফ্রান্সের যৌথভাবে নির্মিত এই উপগ্রহ উপকূলীয় বায়ু এবং তরঙ্গ পর্যবেক্ষণ করে বিপজ্জনক ঘূর্ণিঝড় এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে পূর্বাভাস পেতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
Q.6 প্রথমবার অনুষ্ঠিত ভারতের নর্থ ইস্ট অলিম্পিক গেমসে কোন রাজ্য সবথেকে বেশী মেডেল জিতল?
উত্তর - C মণিপুর
ব্যাখ্যা : ২০১৮ সালে মণিপুরের রাজধানী ইম্ফলে অনুষ্ঠিত হল প্রথম নর্থ ইস্ট অলিম্পিক গেমস। উত্তর-পূর্ব ভারতের ৮ টি রাজ্য অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়, রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, আসাম, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, মেঘালয় এবং ত্রিপুরা। ৮০ টি সোনা, ৪৮ টি রুপো এবং ৩১ টি ব্রোঞ্জ মোট ১৫৯ টি মেডেল জিতে তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মনিপুর।
Q.7 বিশ্ব শহর দিবস (World Cities Day) ২০১৮ এর থিম কী ছিল?
উত্তর - B Building Sustainable and Resilient Cities
ব্যাখ্যা : রাষ্ট্রসংঘের পক্ষ থেকে প্রতি বছর ৩১ অক্টোবর পালন করা হয় বিশ্ব শহর দিবস। ২০১৮ সালে প্রধান অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল ইংল্যান্ডের লিভারপুলে।
Q.8 কে জিতলেন ২০১৮ ফর্মুলা ওয়ান ড্রাইভারস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ?
উত্তর - C লুইস হ্যামিলটন।
ব্যাখ্যা : লুইস পঞ্চমবার ফর্মুলা ওয়ান ড্রাইভারস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন। তিনি হলেন মার্সিডিজের ড্রাইভার। সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে মাইকেল শুমাখারের দখলে, তিনি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছেন।
Q.9 ইজ অফ ডুয়িং বিজনেস (Ease Of Doing Business) 2019 ইনডেক্সে ভারতের র‍্যাঙ্ক কত?
উত্তর - A 77
ব্যাখ্যা : বিশ্বব্যাংক এই রিপোর্ট প্রকাশ করে। শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড।
Q.10 2018 মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন?
উত্তর - C মেরি কম।
ব্যাখ্যা : চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হল 15 থেকে 24 নভেম্বর নিউ দিল্লির কে ডি যাদব ইনডোর স্টেডিয়ামে। এই চ্যাম্পিয়নশিপে মেরি কম লাইট ফ্লাইওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
প্রশ্নগুলি শেয়ার করুন
Latest Updates
WBCS LIST
FB COMMENTS