SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

October 2019 (SET-1) | Current Affairs Quiz In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৯

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়
October Current Affairs 2019 In Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায়
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.1 বিশ্বের প্রথম উট চিকিৎসার জন্য হাসপাতাল কোথায় খোলা হল?
উত্তর - D দুবাই
ব্যাখ্যা : বিশ্বের প্রথম উট চিকিৎসার জন্য হাসপাতাল খোলা হল দুবাইয়ে।
Q.2 আন্তর্জাতিক শান্তি দিবস কত তারিখে পালন করা হয়?
ব্যাখ্যা : আন্তর্জাতিক শান্তি দিবস প্রতিবছর ২১ সেপ্টেম্বর তারিখে পালন করা হয়। এবছরের থিম ছিল - "Climate Action For Peace"।
Q.3 ভারত ও কোন দেশের মধ্যে তিন সেনাবাহিনীর একত্রিত সামরিক মহড়া 'Tiger Triumph' অনুষ্ঠিত হবে?
ব্যাখ্যা : ভারত ও আমেরিকার মধ্যে তিন সেনাবাহিনীর (আর্মি, নেভি, এয়ারফোর্স) একত্রিত সামরিক মহড়া 'Tiger Triumph' অনুষ্ঠিত হবে।
Q.4 কোন ভারতীয় সাংবাদিক প্রথম গৌরী লঙ্কেশ জাতীয় পুরষ্কার পেলেন?
ব্যাখ্যা : ভারতীয় সাংবাদিক রবিশ কুমার পেলেন প্রথম গৌরী লঙ্কেশ জাতীয় পুরষ্কার।
Q.5 কোথায় স্থাপন করা হয়েছে গান্ধী সোলার পার্ক?
ব্যাখ্যা : নিউইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারে স্থাপন করা হয়েছে গান্ধী সোলার পার্ক।
Q.6 ২০১৯ সালের দাদা সাহেব ফালকে পুরষ্কার কাকে দেওয়া হল?
ব্যাখ্যা : ২০১৯ সালের দাদা সাহেব ফালকে পুরষ্কার দেওয়া হল অমিতাভ বচ্চনকে।
Q.7 ভারতের ২৫ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্য?
ব্যাখ্যা : ভারতের ২৫ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল মণিপুর।
Q.8 "স্বচ্ছতা হি সেবা" অভিযান কোন রাজ্যে চালু করা হয়েছে?
ব্যাখ্যা : "স্বচ্ছতা হি সেবা" অভিযান চালু করা হয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন কমল নাথ।
Q.9 ষষ্ঠ ইন্ডিয়া ওয়াটার উইক (IWW-2019) ইভেন্টে ভারতের পার্টনার দেশ কোনটি ছিল?
ব্যাখ্যা : ষষ্ঠ ইন্ডিয়া ওয়াটার উইক (IWW-2019) ইভেন্টে ভারতের পার্টনার দেশ ছিল জাপান।
Q.10 ২০১৯ সালের রাইটস লাইভলিহুডস অ্যাওয়ার্ড কে পেলেন?
ব্যাখ্যা : ২০১৯ সালের রাইটস লাইভলিহুডস অ্যাওয়ার্ড পেলেন জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনকারী সুইডেনের বালিকা গ্রেটা থুনবার্গ।
প্রশ্নগুলি শেয়ার করুন
মতামত জানান
WBCS LIST
FB COMMENTS