SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

October 2019 (SET-2) | Current Affairs Quiz In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৯

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.11 দ্য নিউক্লিয়ার এনার্জি কনক্লেভ ২০১৯ (The Nuclear Energy Conclave 2019) কোথায় অনুষ্ঠিত হল?
উত্তর - নিউ দিল্লি
ব্যাখ্যা : দ্য নিউক্লিয়ার এনার্জি কনক্লেভ ২০১৯ (The Nuclear Energy Conclave 2019) অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে।
Q.12 '১৫০ ইয়ার্স অফ সেলিব্রেটিং দ্য মহাত্মা দ্য সাউথ আফ্রিকান লিগেসি' ('150 Years of Celebrating the Mahatma the South African Legacy') বইটি কার লেখা?
উত্তর - ফকির হাসেন (Fakir Hassen)
ব্যাখ্যা : '১৫০ ইয়ার্স অফ সেলিব্রেটিং দ্য মহাত্মা দ্য সাউথ আফ্রিকান লিগেসি' ('150 Years of Celebrating the Mahatma the South African Legacy') বইটি লিখেছেন ফকির হাসেন (Fakir Hassen)।
Q.13 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত তারিখে প্রথম ওয়ার্ল্ড কটন ডে (World Cotton Day) পালন করল?
উত্তর - ৭ অক্টোবর, ২০১৯
ব্যাখ্যা : ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ৭ অক্টোবর, ২০১৯ তারিখে জেনেভাতে প্রথম ওয়ার্ল্ড কটন ডে (World Cotton Day) পালন করল।
Q.14 ভারতীয় সেনাবাহিনী তাদের যুদ্ধ মহড়া 'হিম বিজয়' কোন রাজ্যে শুরু করেছে?
উত্তর - অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)
ব্যাখ্যা : ভারতীয় সেনাবাহিনী তাদের যুদ্ধ মহড়া 'হিম বিজয়' অরুণাচল প্রদেশে শুরু করেছে।
Q.15 ২০১৯ জাপান ওপেন টেনিস প্রতিযোগিতা জিতল কে?
উত্তর - নোভাক জোকোভিচ (Novak Djokovic)
ব্যাখ্যা : ২০১৯ জাপান ওপেন টেনিস প্রতিযোগিতা জিতল সার্বিয়ার নোভাক জোকোভিচ (Novak Djokovic)।
Q.16 প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কে ১০০ টি T-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা সম্পূর্ণ করলেন?
উত্তর - হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)
ব্যাখ্যা : হরমনপ্রীত কৌর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টি T-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা সম্পূর্ণ করলেন।
Q.17 UNESCO-এর বর্তমান গুডউইল অ্যাম্বাসেডর কে হয়েছেন?
উত্তর - ইয়ালিটজা অ্যাপারিসিও (Yalitza Aparicio)
ব্যাখ্যা : UNESCO-এর বর্তমান গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন মেক্সিকোর অভিনেত্রী ইয়ালিটজা অ্যাপারিসিও।
Q.18 ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া "নোমাডিক এলিফ্যান্ট ২০১৯" (Nomadic Elephant 2019) কোন রাজ্যে অনুষ্ঠিত হল?
উত্তর - হিমাচল প্রদেশ
ব্যাখ্যা : ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া "নোমাডিক এলিফ্যান্ট ২০১৯" (Nomadic Elephant 2019) অনুষ্ঠিত হল হিমাচল প্রদেশে।
Q.19 বিশ্ব ডাক দিবস ২০১৯ (World Post Day) কত তারিখে পালন করা হল?
উত্তর - ৯ অক্টোবর, ২০১৯ (9 October, 2019)
ব্যাখ্যা : বিশ্ব ডাক দিবস (World Post Day) প্রতিবছর ৯ অক্টোবর তারিখে পালন করা হয়।
Q.20 বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (World Mental Health Day) কত তারিখে পালন করা হয়?
উত্তর - ১০ অক্টোবর (10 October)
ব্যাখ্যা : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (World Mental Health Day) প্রতিবছর ১০ অক্টোবর তারিখে পালন করা হয়।
Q.21 বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯ (World Mental Health Day) এর থিম কী ছিল?
উত্তর - Mental Health Promotion and Suicide Prevention
ব্যাখ্যা : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯ (World Mental Health Day) এর থিম ছিল "Mental Health Promotion and Suicide Prevention"।
Q.22 বিশ্ব ইকনোমিক ফোরামের গ্লোবাল প্রতিযোগিতামূলক সুচকে (Global Competitiveness Index) ভারতের র‍্যাঙ্ক কত?
উত্তর - ৬৮ তম।
ব্যাখ্যা : বিশ্ব ইকনোমিক ফোরামের গ্লোবাল প্রতিযোগিতামূলক সুচকে (Global Competitiveness Index) ভারতের র‍্যাঙ্ক ৬৮ তম।
Q.23 কেন্দ্র সরকার কোন উদ্দেশ্যে "SUMAN" উদ্যোগ চালু করেছে?
উত্তর - স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য।
ব্যাখ্যা : কেন্দ্র সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নতির উদ্দেশ্যে "SUMAN" উদ্যোগ চালু করেছে। "SUMAN" এর পুরো কথাটি হল - Surakshit Matritva Aashwasan। মা ও নবজাতকের মৃত্যু সম্পূর্ণ রূপে প্রতিরোধ করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Q.24 সম্প্রতি প্রয়াত হলেন কাদরি গোপালনাথ (Kadri Gopalnath), তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
উত্তর - স্যাক্সোফোন (Saxophone)।
ব্যাখ্যা : কাদরি গোপালনাথ ছিলেন কর্ণাটকে বসবাসকারী একজন বিখ্যাত স্যাক্সোফোন বাদক।
Q.25 গভীর সমুদ্রের মৎস্য শিকারিদের জন্য কোন স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা চালু করা হয়েছে?
উত্তর - GEMINI।
ব্যাখ্যা : ভারতের কেন্দ্রীয় আর্থ সায়েন্স মন্ত্রক গভীর সমুদ্রের মৎস্য শিকারিদের জন্য স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা GEMINI চালু করা করেছে। GEMINI এর পুরো কথাটি হল - Gagan Enabled Mariner’s Instrument for Navigation and Information। এটি হল স্যাটেলাইটের সাথে সংযুক্ত একটি ডিভাইস যেটির মাধ্যমে মৎস্য শিকারিরা কোন ধরনের সামুদ্রিক বিপর্যয়ের আগাম সতর্কবার্তা লাভ করবে।
প্রশ্নগুলি শেয়ার করুন
আরও অন্যান্য বিষয়
WBCS LIST
FB COMMENTS