ব্যাখ্যা : ভারতের কেন্দ্রীয় আর্থ সায়েন্স মন্ত্রক গভীর সমুদ্রের মৎস্য শিকারিদের জন্য স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা GEMINI চালু করা করেছে। GEMINI এর পুরো কথাটি হল - Gagan Enabled Mariner’s Instrument for Navigation and Information। এটি হল স্যাটেলাইটের সাথে সংযুক্ত একটি ডিভাইস যেটির মাধ্যমে মৎস্য শিকারিরা কোন ধরনের সামুদ্রিক বিপর্যয়ের আগাম সতর্কবার্তা লাভ করবে।