SHARE BOX
FLIP SLIDE DISPLAY NO
RES AD-2

September 2019 (SET-1) | Current Affairs Quiz In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় - Current Affairs In Bengali
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.1 সম্প্রতি GI ট্যাগ পাওয়া কান্দঙ্গি শাড়ি (Kandangi Saree) কোন রাজ্যে তৈরি হয়?
উত্তর - D তামিলনাড়ু
ব্যাখ্যা : সম্প্রতি GI ট্যাগ পাওয়া কান্দঙ্গি শাড়ি (Kandangi Saree) তামিলনাড়ুতে তৈরি হয়। GI Tag full form - Geographical Indicator tag।
Q.2 রাশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশনে ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী অশ্বথ নারায়ণা কোন রাজ্যের অধিবাসী?
ব্যাখ্যা : বিশ্ব দরবারে ভারতকে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশনে প্রথম বার সোনা এনে দিলেন ভুবনেশ্বরের ছেলে অশ্বথ নারায়ণা। রাশিয়ার কাজান শহরে ২৭ আগস্ট এই কম্পিটিশন হয়। সেই প্রতিযোগিতায় ওয়াটার টেকনোলজিতে পুরস্কার জেতেন ওডিশার নারায়ণা।
Q.3 "Animal Spirits" কথাটি কোন বিষয়ের সাথে যুক্ত?
ব্যাখ্যা : "Animal Spirits" কথাটি অর্থনীতির সাথে যুক্ত। এই কথাটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইনস ১৯৩৬ সালে তার "দ্য জেনারেল থিওরি অব এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি" বইয়ে।
Q.34 ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট কে হলেন যাকে রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার দেওয়া হল?
ব্যাখ্যা : ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পেলেন দীপা মালিক। ২০১৬ প্যারালিম্পিক প্রতিযোগিতায় শট পাটে রুপো জিতেছিলেন দীপা মালিক।
Q.5 ভারতের কোন জাতীয় উদ্যানের জন্য "Special Tiger Force" গড়া হয়েছে?
ব্যাখ্যা : উত্তরাখণ্ড সরকার জিম করবেট ন্যাশনাল পার্কের জন্য গড়েছে "Special Tiger Force"।
Q.6 কোন রাজ্য সরকার চালু করেছে "WWW" বা "Walk to Work on Wednesday" অভিযান?
ব্যাখ্যা : মেঘালয় সরকার চালু করেছে "WWW" বা "Walk to Work on Wednesday" অভিযান। মেঘালয়ের রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং রাজ্যপাল হলেন তথাগত রায়।
Q.7 2019 Safe Cities Index-এ ডিজিটাল সিকিউরিটিতে কোন শহর প্রথম স্থান দখল করেছে?
ব্যাখ্যা : Safe Cities Index-এ ডিজিটাল সিকিউরিটিতে প্রথম স্থান দখল করেছে টোকিও। হেলথ সিকিউরিটিতে প্রথমে আছে ওসাকা। ইনফ্রাস্ট্রাকচার এবং পারসোনাল সিকিউরিটিতে প্রথমে আছে সিঙ্গাপুর।
Q.8 ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বাস এবং মেট্রো রেলে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেবে?
ব্যাখ্যা : দিল্লি সরকার বাস এবং মেট্রো রেলে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়ার জন্য ২৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল।
Q.9 তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০১৮ কে পেলেন?
ব্যাখ্যা : তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০১৮ পেলেন অপর্ণা কুমার। তিনি হলেন উত্তরপ্রদেশ ক্যাডারের ২০০২ ব্যাচের IPS অফিসার। বর্তমানে তিনি ইন্দো তিব্বত পুলিশের DIG পদে রয়েছেন।
Q.10 কোন ক্রীড়াবিদ জিতলেন রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরষ্কার ২০১৯?
ব্যাখ্যা : 2012 লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় শুটার গগন নারাং জিতলেন রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরষ্কার ২০১৯।
প্রশ্নগুলি শেয়ার করুন
আরও অন্যান্য বিষয়
WBCS LIST
FB COMMENTS