September 2019 (SET-8) | Current Affairs Quiz In Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলায়
প্রশ্নগুলি শেয়ার করুন
Q.71 আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি ২০১৯-এর থিম কী ছিল?
উত্তর - D Participation
ব্যাখ্যা : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি ২০১৯-এর থিম ছিল "Participation"।
Q.72 আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি কত তারিখে পালন করা হয়?
উত্তর - D ১৫ সেপ্টেম্বর
ব্যাখ্যা : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি প্রতিবছর ১৫ সেপ্টেম্বর তারিখে পালন করা হয়।
Q.73 পঞ্চম আন্তর্জাতিক রামায়ন উৎসব ২০১৯ (IRF-2019) কোথায় অনুষ্ঠিত হল?
ব্যাখ্যা : পঞ্চম আন্তর্জাতিক রামায়ন উৎসব ২০১৯ (IRF-2019) অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর।
Q.74 এই প্রথমবার বিশ্ব রোগী সুরক্ষা দিবস (World Patient Safety Day) কত তারিখে পালন করা হল?
ব্যাখ্যা : এই প্রথমবার বিশ্ব রোগী সুরক্ষা দিবস (World Patient Safety Day) ১৭ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে পালন করা হল। এই দিবসটি ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
Q.75 কোন রাজ্যে সরকারী ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে?
ব্যাখ্যা : অন্ধ্রপ্রদেশ সরকার সরকারী ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করছে।
Q.76 "Being Gandhi" বইটি কে লিখেছেন?
ব্যাখ্যা : "Being Gandhi" বইটি লিখেছেন পারো আনন্দ।
Q.77 ভারতের বিমান বাহিনীর বর্তমান প্রধান বা চীফ অফ দ্যা এয়ার স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে?
ব্যাখ্যা : ভারতের বিমান বাহিনীর বর্তমান প্রধান বা চীফ অফ দ্যা এয়ার স্টাফ হলেন রাকেশ কুমার সিং।
Q.78 কোন প্রযুক্তি সংস্থা ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়েছে "ডিজিটাল পেমেন্ট অভিযান" চালু করার জন্য?
ব্যাখ্যা : Google ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়েছে "ডিজিটাল পেমেন্ট অভিযান" চালু করার জন্য।
Q.79 কোন রাজ্য সরকার তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে?
ব্যাখ্যা : উত্তরাখণ্ড সরকার তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।
Q.80 ২০২২ সালের উইন্টার অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে?
ব্যাখ্যা : ২০২২ সালের উইন্টার অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স দুটোই অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেজিং-এ। ২০২২ সালের উইন্টার অলিম্পিক্সের ম্যাসকট হল - Bing Dwen Dwen এবং প্যারালিম্পিক্সের ম্যাসকট হল - Shuey Rhon Rhon।