Q.61 কোন আন্তর্জাতিক সংস্থা ভারতে ফুড পার্ক গড়ার জন্য ৩০০০ কোটি টাকা সহায়তা করবে?
ব্যাখ্যা : ওয়ার্ল্ড ব্যাংক ভারতে ফুড পার্ক গড়ার জন্য ৩০০০ কোটি টাকা সহায়তা করবে
Q.62 মালদ্বীপ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ একক বিভাগে জয়ী হলেন কে?
ব্যাখ্যা : মালদ্বীপ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ একক বিভাগে জয়ী হলেন কৌশল ধর্মামের।
Q.63 ACC অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০১৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল জিতল কোন দেশ?
ব্যাখ্যা : ACC অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০১৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল জিতল ভারত। রানার্স আপ হয়েছে বাংলাদেশ।
Q.64 কাকে দেওয়া হল ডঃ কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯?
ব্যাখ্যা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডঃ কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ দেওয়া হল।
Q.65 ৩৮ তম সারজা আন্তর্জাতিক বই মেলার থিম কী ছিল?
ব্যাখ্যা : ৩৮ তম সারজা আন্তর্জাতিক বই মেলার থিম ছিল 'Open Books, Open Minds'।
Q.66 "Turbulence & Triumph: The Modi Years" বইটি কে লিখেছেন?
ব্যাখ্যা : "Turbulence & Triumph: The Modi Years" বইটি লিখেছেন রাহুল অগ্রবাল।
Q.67 ভারতের ৫২ তম জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবসের থিম কী ছিল?
ব্যাখ্যা : ভারতের ৫২ তম জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবসের থিম ছিল "Engineering for change"।
Q.68 ভারতের জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস প্রতিবছর কত তারিখে পালন করা হয়?
ব্যাখ্যা : ভারতের জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস প্রতিবছর ১৫ সেপ্টেম্বর তারিখে পালন করা হয়।
Q.69 কোন ব্যাক্তির জন্মদিন উপলক্ষে ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস পালন করা হয়?
ব্যাখ্যা : ভারতের বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার এম. বিশ্বেসরাইয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস পালন করা হয়।
Q.70 বিশ্ব বাঁশ (Bamboo) সংরক্ষণ দিবস কত তারিখে পালন করা হয়?
ব্যাখ্যা : বিশ্ব বাঁশ (Bamboo) সংরক্ষণ দিবস প্রতিবছর ১৮ সেপ্টেম্বর তারিখে পালন করা হয়।
প্রশ্নগুলি শেয়ার করুন